শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫, ঢাকা

টিপস

ফোনের চার্জ দ্রুত শেষ হয় আপনার এসব ভুলে

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ০৪ অক্টোবর ২০২৪, ০৯:৪৮ এএম

শেয়ার করুন:

charge

অনেকেই আক্ষেপ করেন তাদের ফোনের চার্জ দ্রুত শেষ হয়। ফুল চার্জ দেওয়ার কিছুক্ষণ পরেই দেখেন চার্জ অর্ধেকে নেমে এসেছে। এর পেছনে বেশ কয়েকটি কারণ রয়েছে। এমনকি ফোনের চার্জ দ্রুত খতম হওয়ার পেছনে আপনিও দায়ী হতে পারেন। জানুন বিস্তারিত। 

১. ফোন কখনই পুরো চার্জ দিতে নেই, তা ব্যাটারিতে চাপ ফেলে। ফলে, ৯০ শতাংশ হয়ে গেলেই চার্জ খুলে নিতে হবে, ২০ শতাংশে নেমে গেলে তেমনই আবার চার্জে দিতে হবে।


বিজ্ঞাপন


২. চার্জার খারাপ থাকলেও ফোনে চার্জ নিয়ে সমস্যা হবে। হয় চার্জ হতে দেরি হবে, অথবা ঠিকঠাক চার্জ হবে না। ব্যাটারি নামবে তলানিতে। অতএব, ওটাও চেক করিয়ে নেওয়া দরকার।

আরও পড়ুন: টেকনো ফোন: এই ফোন নিয়ে বৃষ্টিতে ভেজা যাবে

৩. অতিরিক্ত গরমে, প্রচণ্ড শীতেও ফোন চার্জ হতে সময় নেয়। সেক্ষেত্রে অ্যাডাপ্টার বদলানোর দরকার নেই, এটা মাথায় রাখা ভালো।

৪.ফোন চার্জে বসিয়ে তা নিয়ে কাজ করা বা কথা বলা উচিত নয়। এতে করে সময় তো লাগবেই, চার্জ বেশিক্ষণ থাকবেও না।


বিজ্ঞাপন


৫. চার্জিং পোর্টে ধুলা জমলেও চার্জ হতে দেরি হবে, ব্যাটারি ফলে জলদি খালি হবে, তাই ওটা সাফসুতরো রাখা দরকার।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর