মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বছরের শেষ সূর্যগ্রহণ আজ

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ০২ অক্টোবর ২০২৪, ১২:০৩ পিএম

শেয়ার করুন:

বছরের শেষ সূর্যগ্রহণ আজ

২০২৪ সালের শেষ সূর্যগ্রহণ আজ ২ অক্টোবর। এটি বলয়গ্রাস সূর্যগ্রহণ। এর আগে ২০২৪ সালের প্রথম  সূর্যগ্রহণ হয় ৮ এপ্রিল। উত্তর আমেরিকা, প্রশান্ত মহাসাগর, আটলান্টিক, আর্কটিক, পশ্চিম ইউরোপ এবং উত্তর দক্ষিণ আমেরিকা দেখা যায় এই গ্রহণ। ২০২৪ সালের প্রথম সূর্যগ্রহণ বাংলাদেশ থেকে দেখা যায়নি। বছরের দ্বিতীয় সূর্যগ্রহণটিও বাংলাদেশ থেকে দেখা যাবে না। 

আরও পড়ুন: সূর্যগ্রহণ নিয়ে প্রচলিত যত কুসংস্কার 


বিজ্ঞাপন


২০২৪ সালের প্রথম সূর্যগ্রহণ

২০২৪ সালের প্রথম সূর্যগ্রহণ হয় ৮ এপ্রিল। উত্তর আমেরিকা, প্রশান্ত মহাসাগর, আটলান্টিক, আর্কটিক, পশ্চিম ইউরোপ এবং উত্তর দক্ষিণ আমেরিকা দেখা যায় এই গ্রহণ। ২০২৪ সালের প্রথম সূর্যগ্রহণ বাংলাদেশ থেকে দেখা যায়নি।

eclipse

২০২৪ সালের শেষ সূর্যগ্রহণ 


বিজ্ঞাপন


২০২৪ সালের দ্বিতীয় সূর্যগ্রহণ তথা চতুর্থ গ্রহণ ২ অক্টোবর। এটি এবছরের শেষ সূর্যগ্রহণও বটে। ২ অক্টোবর বৃত্তাকার সূর্যগ্রহণ হবে। উত্তর আমেরিকার দক্ষিণ অংশ, দক্ষিণ আমেরিকার বিভিন্ন অঞ্চল, প্রশান্ত মহাসাগর, আটলান্টিক এবং অ্যান্টার্কটিকা থেকে দৃশ্যমান হবে এই গ্রহণ। এই গ্রহণটিও বাংলাদেশ থেকে দেখা যাবে না।

আরও পড়ুন: ২০২৪ সালে সূর্যগ্রহণ কবে?

আজকের সূর্যগ্রহণ কখন দেখা যাবে?

বাংলাদেশ সময় অনুযায়ী সূর্যগ্রহণ শুরু হবে ২ অক্টোবর রাত ৯টা ৪৩ মিনিটে।

sclipe

২০২৪ সালে সূর্যগ্রহণ কয়টি

২০২৪ সালে সূর্যগ্রহণ দুইটি। এরপ্রথমটি হয় ৮ এপ্রিল। দ্বিতীয় ও শেষ গ্রহণটি হবে ২ অক্টোবর। 

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর