বিশ্বের জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ। এই সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশি সংখ্যক ব্যবহারকারী হওয়ার কারণে প্রতারণাও বাড়ছে। অনেক সময় চ্যাট কিংবা অডিও কলের মাধ্যমে চাকরির অফার দিয়ে কিংবা আরও নানা উপায়ে চলছে জালিয়াতি। তবে আজকাল নয়া এক উপায়ে হোয়াটসঅ্যাপে প্রতারণা চালাচ্ছে এই অপরাধীরা।
কিন্তু কীভাবে? আসলে এখন ভিডিও কল করে কিংবা ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য নিয়ে তাকে ব্ল্যাকমেল করছে ওই সাইবার-অপরাধীরা। আর এই বিপদ থেকে বাঁচতে কী কী করণীয়? জানুন বিস্তারিত।
বিজ্ঞাপন
অচেনা কিংবা সন্দেহজনক নম্বর থেকে ফোন
অজানা-অচেনা কোনও ফোন নম্বর থেকে ভিডিও কল এলে তা রিসিভ করা উচিত নয়। কারণ অচেনা কেউ যদি ভিডিও কল করে, তাহলে বুঝতে হবে যে, তার কোনও মতলব থাকতে পারে। এমনকী অনেক সময় বিদেশি নম্বর থেকেও ভিডিও কল আসতে পারে। সেটাও রিসিভ না করে ব্লক করে দেওয়া উচিত।
বিজ্ঞাপন
ব্যক্তিগত তথ্য নয়
হোয়াটসঅ্যাপে ফোন করে কিংবা চ্যাট করে প্রতারকরা ব্যবহারকারীর কাছ থেকে তার ব্যক্তিগত তথ্য নেওয়ার চেষ্টা করে। সেই ফাঁদে পা দিলে কিন্তু খালি হয়ে যেতে পারে ব্যাংক।
আরও পড়ুন: আপনার হোয়াটসঅ্যাপে কেউ আড়ি পেতেছে কিনা বুঝবেন যেভাবে
সরকারের পরিচয় দিয়ে কল
অনেক সময় হোয়াটসঅ্যাপে ভিডিও কল কিংবা অডিও কল করে সাইবার-অপরাধীরা নিজেদের সরকারি কর্মকর্তা অথবা ব্যাংকের কর্মী বলে নিজেদের পরিচয় দেয়। এটাও কিন্তু প্রতারণার একটা ফাঁদ। তাতে পা না দিয়ে সতর্ক থাকতে হবে। এমনকি ব্লক করে দেওয়াই ভালো।
ভিডিও কলে নগ্ন সুন্দরী
অনেক সময় অচেনা নম্বর থেকে ফোন করে ব্যবহারকারীদের সঙ্গে বন্ধুত্ব করতে চায় প্রতারকরা। আবার কখনও কখনও অচেনা নম্বর থেকে ভিডিও কল রিসিভ করতেই ও-পারে দেখা যায়, স্বল্পবসনা মহিলাদের। এরপর সেই স্ক্রিনশট নিয়ে ব্ল্যাকমেল করতে শুরু করে প্রতারকরা। এমনকি ব্যবহারকারীদের কাছ থেকে স্ক্রিনশট ভাইরাল করে দেওয়ার হুমকি দিয়ে প্রচুর টাকাও দাবি করে তারা। আর এই ফাঁদে পা দিলেই কিন্তু বিপদ। তাই এই সমস্ত জালিয়াতির হাত থেকে বাঁচতে সতর্কতা অবলম্বন করা আবশ্যক।
এজেড