অনেকেই আছেন ঘন ঘন স্মার্টফোন বদলান। কেউবা ফোন পুরনো হলেই নতুন ফোন কেনেন। অথচ পুরনো ফোন হাতবদল করার আগে কতগুলো কাজ করতেই হবে। না হলে বিপদ আসন্ন। জানুন পুরনো ফোন বদলে নতুন ফোন কেনার আগে কোন সাতটি কাজ আপনাকে অবশ্যই করতে হবে।
পুরনো ফোন হাতবদল করার আগে একেবারে খালি করে দিতে হবে। না হলে ইউজারের তথ্য অন্য হাতে গেলে তার অপরাধমূলক কার্যকলাপে জড়িয়ে পড়ার আশঙ্কা থাকে, এমনকি তথ্য ও ব্যাংক অ্যাকাউন্টের টাকা বেহাত হওয়ার আশঙ্কাও রযেছে। কী কী করতে হবে পুরনো ফোন হাতবদলের আগে, সেটা তাই দেখে নেওয়া যাক।
বিজ্ঞাপন
ছবি-ভিডিও মুছে দেওয়া
এটা আমাদের সবারই মাথায় থাবে। ধরে ধরে সবটা ডিলিট করে দিতে হবে, যাতে অন্যের কাছে নিজের ছবি বা ভিডিও না যায়, সে প্রাকৃতিক দৃশ্যের হলেও।
মেমোরি কার্ড বের করে নেওয়া
এবার আসা যাক মেমোরি কার্ডের কথায়, এটাও বের করে নিতে ভুললে চলবে না। না হলে সব ছবি, ভিডিও, ডকুমেন্ট মেমোরি কার্ডে থেকে যাবে, অন্য লোকে সহজেই তার অ্যাক্সেসও পাবে।
বিজ্ঞাপন
অ্যাপ ডিলিট করা
ফোনে কিছু ইন বিল্ট অ্যাপ থাকে, বাকি আমরা ডাউনলোড করি। হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব ইন বিল্ট হোক বা ডাউনলোডেড- অবশ্যই ক্যাশে ক্লিয়ার করে, অল ডেটা ক্লিয়ার করে, অ্যাকাউন্ট লগ আউট বা ডিলিট করে সবশেষে তা আনইনস্টল করে দিতে হবে। অন্য অ্যাপের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য, বিশেষ করে ডেটিং অ্যাপ থাকলে।
আরও পড়ুন: ফোন নষ্ট হলে ভাঙ্গারি দোকানে বেচে দেন? জানুন কী বিপদ অপেক্ষা করছে
মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস ও ব্যাংকিং অ্যাপ ডিলিট করুন
পুরনো ফোন হাত বদল করার আগে অবশ্যই মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস ও ব্যাংকিং অ্যাপ ডিলিট করুন। না হলেই ব্যাংক অ্যাকাউন্টের যাবতীয় তথ্য, ইউজার আইডি, পাসওয়ার্ড সব অন্যের হাতে চলে যাবে। এগুলোও তাই ডিলিট করা দরকার। তথ্য মুছে দেওয়ার জন্য, বিশেষ করে ই-ব্যাংকিংযের ক্ষেত্রে সেটিংস অপশন থেকে হিস্টরি ক্লিয়ার করতে হবে।
অ্যাকাউন্ট লগ আউট
অ্যাপের মতো গুগল অ্যাকাউন্টেও লগ আউট করতে হবে। এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাপগুলোও লগআউট করে আনইনস্টল করে দিন।
ব্যাক আপ মুছে দেওয়া
কল লিস্ট, মেসেজের সঙ্গে অনেক ফোনে কল রেকর্ডিংয়েরও ব্যাক আপ থাকে। সব ডিলিট করে দিতে হবে। রাখতে চাইলে গুগল ড্রাইভে সেভ করা যায়। নতুন ফোনে ওই অ্যাকাউন্টে লগ ইন করলেই আবার তা অ্যাক্সেস করা যাবে।
ফ্যাক্টরি রিসেট
সব শেষে, ফোন একেবারে খালি করে, ব্যাক আপ অপশন ডিজএবল করে ফোনটা ফ্যাক্টরি রিসেট করতে হবে। তাতে কিনে আনার সময়ে যেমন ছিল, ফোন ঠিক সেরকমই ফাঁকা হয়ে যাবে- ইউজারও থাকবেন সুরক্ষিত।
এজেড