বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪, ঢাকা

টিপস

বৃষ্টির দিনে আপনার যে ভুলে নষ্ট হতে পারে টিভি

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ০১ অক্টোবর ২০২৪, ১০:০৭ এএম

শেয়ার করুন:

tv

প্রকৃতিতে শরৎকাল চললেও বর্ষা কিন্তু এখনও পর্যন্ত বিদায় নেয়নি। ফলে ভেজা-স্যাঁতস্যাঁতে পরিবেশে ঘরের ইলেকট্রনিক সামগ্রীগুলোর ওপর বিশেষ নজর রাখা আবশ্যক। কারণ বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস থাকলে তো কথাই নেই। কারণ বজ্রপাতে টিভি, এসি, ফ্রিজের মতো ইলেকট্রনিক ডিভাইস খারাপ হওয়ার আশঙ্কা বেড়ে যায়। তাই এই সময়ে বিশেষ সাবধানতা অবলম্বন করা জরুরি।

তবে টিভির দিকে বিশেষ নজর রাখা উচিত। কারণ বর্ষার মৌসুমে কেউ যদি ছোট ছোট কিছু ভুল করে ফেলেন, তাহলে তাকে এর মাসুল গুনতে হবে। আর স্মার্ট টিভি খারাপ হলে প্রচুর টাকা নষ্ট হবে। তাই টিভি চালানোর ক্ষেত্রে কিছু ক্ষেত্রে নজর রাখা উচিত।


বিজ্ঞাপন


আরও পড়ুন: ফোন চার্জ দেওয়ার সময় এই ভুলটি করলে চার্জারে আগুন লাগতে পারে

টেলিভিশনের তার: বৃষ্টির দিনে ওয়্যারিংয়ের ক্ষেত্রে সমস্যা দেখা দিতে থাকে। তাই টিভি চালানো বা অন করার আগে সব সময় এর তার পরীক্ষা করে নেওয়া আবশ্যক। সমস্যা দেখা গেলে কোনও ইলেকট্রিশিয়ানের সঙ্গে আলোচনা করতে হবে। আর বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত হলে টিভি বন্ধ রাখাই শ্রেয়।

tv

স্যুইচ আর ভোল্টেজ: ড্রয়িং রুমের স্মার্ট টিভি সুরক্ষিত রাখতে টিভি-র স্যুইচ ও ভোল্টেজের উপর নজর দেওয়া আবশ্যক। টিভি অন করার পরেই যদি ইলেকট্রিক শক লাগে, তাহলে কিন্তু সাবধান! এর থেকে টিভি-র ক্ষতি পর্যন্ত হতে পারে। এর থেকে বাঁচতে ভোল্টেজ স্টেবিলাইজার ব্যবহার করতে হবে। এটা ভোল্টেজের ওঠা-নামার হাত থেকে রক্ষা করবে টিভিকে। 
 
ভেজা হাত একেবারে নয়: ভেজা হাত দিয়ে বৈদ্যুতিক যন্ত্রপাতির স্যুইচে হাত দেওয়া উচিত নয়। এটা সকলেই জানেন। তবে অনেকেই যেটা জানেন না, সেটা হল - ভেজা হাত দিয়ে টিভির স্যুইচ কিংবা রিমোট পর্যন্ত ধরা উচিত নয়। এতে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার ঝুঁকি প্রবল। সেই সঙ্গে রিমোটের কার্যকারিতাও নষ্ট হয়ে যেতে পারে। কারণ ভেজা হাতে ধরলে রিমোটে পানি ঢুকে যাওয়ার আশঙ্কা থাকে।


বিজ্ঞাপন


এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর