শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

জানেন কি

আইফোন বেশি ব্যবহার করেন কোন দেশের মানুষ?

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৫৮ এএম

শেয়ার করুন:

iphone user in world

আমেরিকান টেক কোম্পানি অ্যাপল আইফোন তৈরি করে। এই ফোনের জনপ্রিয়তা তুঙ্গে। কিন্তু দাম বেশি হওয়ার কারণে সাধারণের ধরা ছোঁয়ার বাইরে এই স্মার্টফোন। তবুও অনেকেরই স্বপ্ন আইফোন ব্যবহার করার। আপনি কি জানেন কোন দেশের মানুষ আইফোন বেশি ব্যবহার করেন? অ্যাপলের সবচেয়ে বড় বাজার কোন দেশে? 

আমেরিকায় বাজার নেই: অ্যাপল আমেরিকান কোম্পানি। কিন্তু আশ্চর্যের বিষয় হল, মার্কিন মুলুকে আইফোনের জনপ্রিয়তা অতটা নেই। পরিসংখ্যান অনুযায়ী, মাত্র আমেরিকার ৫১ শতাংশ নাগরিক আইফোন ব্যবহার করেন। ২৭ শতাংশের পছন্দ স্যামসংয়ের ফোন। বাকিরা অন্যান্য ব্র্যান্ডের স্মার্টফোন ব্যবহার করেন।


বিজ্ঞাপন


iphone

আইফোনের সবচেয়ে বড় বাজার: আইফোনের সবচেয়ে বড় বাজার হল জাপান। এই দেশের ৫৯ শতাংশ নাগরিক আইফোন ব্যবহার করেন। অর্থাৎ প্রতি ৫ জনের মধ্যে ৩ জনের হাতে আইফোন দেখা যায়। জাপানের ৯ শতাংশ নাগরিক স্যামসংয়ের ফোন ব্যবহার করেন। বাকি ৩২ শতাংশ মানুষ কেনেন অন্যান্য ব্র্যান্ডের ফোন।

আরও পড়ুন: আইফোন ১৬ প্লাস নাকি স্যামসাং গ্যালাক্সি এস২৪ প্লাস কিনবেন?

দ্বিতীয় এবং তৃতীয়: সবচেয়ে বেশি আইফোন ব্যবহারকারী দেশের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে কানাডা। এখানকার ৫৬ শতাংশ মানুষের পছন্দের ব্র্যান্ড আইফোন। তৃতীয় স্থানে রয়েছে অস্ট্রেলিয়া। এই দেশের ৫৩ শতাংশ মানুষ আইফোন ব্যবহার করেন।


বিজ্ঞাপন


iphone-[ic

আইফোন তৈরি হয় ভারতেও

জানলে অবাক হবেন প্রতিবেশি দেশ ভারতে আইফোন তৈরি হয়। দেশটিতে গত কয়েক বছরে আইফোনের জনপ্রিয়তা বেড়েছে। বেড়েছে বিক্রিও। কিন্তু তারপরেও এখনও পর্যন্ত দেশের ৫ শতাংশ মানুষই আইফোন ব্যবহার করেন। ১৯ শতাংশের পছন্দের ব্র্যান্ড স্যামসাং। ৭৬ শতাংশ মানুষ শাওমি, অপো, ভিভোর মতো ব্র্যান্ডের স্মার্টফোন ব্যবহার করেন বলে পরিসংখ্যান থেকে জানা গিয়েছে।

আরও পড়ুন: আপনি কি কানে কম শোনেন? অ্যাপল আনছে বিশেষ শ্রবণযন্ত্র

চীনে আইফোনের ব্যবহারকারীর সংখ্যা কত?

চীনে মাত্র ২১ শতাংশ মানুষ আইফোন ব্যবহার করেন। এখানে শাওমি, অপো এবং ভিভোর মতো ব্র্যান্ডের রমরমা বাজার। 

iphone2

আইফোন আরও যেসব দেশে চলে

ব্রিটেনের ৪৮ শতাংশ, জার্মানির ৩৪ শতাংশ এবং ফ্রান্সের ৩৫ শতাংশ লোক আইফোন ব্যবহার করেন। 

এছাড়া দক্ষিণ কোরিয়া এবং ব্রাজিলের ১৮ শতাংশ এবং ১৮ শতাংশ মানুষ আইফোন ব্যবহার করেন। ইতালিতে আইফোন ব্যবহারকারীর সংখ্যা ৩০ শতাংশ। একইভাবে মেক্সিকো এবং রাশিয়ার যথাক্রমে ২০ শতাংশ এবং ১২ শতাংশ লোক আইফোন ব্যবহার করেন বলে জানা গিয়েছে।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর