শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪, ঢাকা

আপনি কি পানি দিয়ে ফোন পরিষ্কার করেন? জানুন কী ভুল করছেন

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ০৯ সেপ্টেম্বর ২০২৪, ১১:৩৫ এএম

শেয়ার করুন:

smarphone

স্মার্টফোন পরিস্কার করতে গিয়ে ৯০ শতাংশ মানুষই এই ভুল করেন। অনেকে শুধুমাত্র পানি দিয়েই ফোন পরিষ্কার করেন। এই ভুলে চিরতরে খারাপ হয়ে যেতে পারে স্পিকার, চার্জিং পোর্ট৷ ছিদ্র দিয়ে তরল ঢুকলেই ডেড হয়ে যাবে হ্যান্ডসেট।

ফোনের ডিসপ্লে সচল রাখতে স্ক্রিন গার্ড ইনস্টল করতে হয়। স্ক্র্যাচ থেকে রক্ষা করতে পরাতে হয় কভার। কিন্তু এরপরেও শান্তি নেই। স্পিকার এবং চার্জিং পোর্টে ময়লা জমে যায়। ফলে আওয়াজ কমে, চার্জ দিতে সমস্যা হয়। তাই সময়ে সময়ে এগুলোও পরিষ্কার করা জরুরি।


বিজ্ঞাপন


আরও পড়ুন: বজ্রপাতের সময়ে ফোন ব্যবহার করেন? জানুন কী ভয়ঙ্কর বিপদ হতে পারে

স্পিকার এবং চার্জিং পোর্ট পরিষ্কার করার সময় বেশ কিছু ভুল অনেকেই করেন। এতে ফোনে বড়সড় ক্ষতি হতে পারে। তখন ফোন সারাতে হবে। কয়েক হাজার টাকার ধাক্কা। জেনে নেওয়া যাক, স্পিকার বা চার্জিং পোর্ট পরিষ্কারের সময় কী কী কাজ করা উচিত নয়।

clean

চার্জিং পোর্ট পরিষ্কার করতে গিয়ে খোঁচাখুঁচি করেন অনেকেই। ধারারো কিছু দিয়ে ধুলা, ময়লা বের করার চেষ্টা করেন। এতে বড়সড় ক্ষতি হতে পারে। টুথপিক ব্যবহার করা যায়। এর চেয়ে ধারালো বা ধাতব কিছু নয়। অনেকে টুথব্রাশ দিয়ে পোর্ট পরিস্কার করেন। এটাও ভুল। ব্রাশের কনা পোর্টে ঢুকে যেতে পারে। তখন মুশকিল হবে।


বিজ্ঞাপন


আইফোনের লাইটনিং চার্জে সহজেই ধুলা, ময়লা জমে যায়। আলতো হাতে পরিস্কার করতে হবে। ভুলেও ভেজা কাপড় ব্যবহার করা যাবে না। অনেকেই অ্যালকোহল দিয়ে আইফোনের চার্জিং পোর্ট পরিস্কার করেন, এতে দীর্ঘস্থায়ী ক্ষতি হতে পারে।

সবার আগে ফোন সুইচ অফ করতে হবে। তারপর পরিস্কার। চার্জিং পোর্টে আলতো করে টুথপিক ঢুকিয়ে সাবধানে গোল করে ঘোরালেই ধুলা ময়লা বেরিয়ে যাবে। উজ্জ্বল আলোর নিচেই এই কাজ করা উচিত। যাতে সবকিছু পরিষ্কারভাবে দেখা যায়। খেয়াল রাখতে হবে টুথপিক যেন খুব ভিতরে না যায়। তাহলে আটকে যেতে পারে। সেই সময় টানাটানি করলে টুথপিক ভেঙে ভেতরে রয়ে যাবে। তাই আলতো হাতে পোর্টের মুখটাই পরিষ্কার করা উচিত।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর