বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪, ঢাকা

টিপস

হ্যাকারদের থেকে স্মার্টফোন সুরক্ষিত রাখার উপায়

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ২৮ আগস্ট ২০২৪, ১০:৪৬ এএম

শেয়ার করুন:

hacking

স্মার্টফোনে হ্যাকারদের হানা বেড়েই চলেছে। ফোন হ্যাক করে তারা ব্যক্তিগত নানা তথ্যাদি হাতিয়ে নেয়। এমনকি অনলাইন ব্যাংকিংয়ের পাসওয়ার্ড জেনে নিয়ে খালি করে দেয় ব্যাংক অ্যাকাউন্ট। হ্যাকারদের হাত থেকে কীভাবে বাঁচাবেন ফোনকে? সর্বনাশ হওয়ার আগেই সতর্ক হয়ে যান। বিস্তারিত জানুন এই প্রতিবেদনে। 

হ্যাংকিং থেকে সুরক্ষিত থাকার উপায়


বিজ্ঞাপন


স্মার্টফোন সুরক্ষিত রাখতে সপ্তাহে অন্তত একবার ফোন কিছুক্ষণের জন্য বন্ধ রেখে তারপর চালু করতে হবে। শুনতে অবাক লাগলেও এটা অনেক কাজে আসে। এছাড়াও বেশ কিছু পরামর্শ দিয়েছে তারা।

hamikg

ফোন আপডেট রাখতে হবে

নতুন সিকিউরিটি প্যাচের জন্য বিভিন্ন অ্যাপ এবং ফোনের অপারেটিং সিস্টেম নিয়মিত আপডেট করতে হবে।ফোন আপডেট রাখতে হবে।


বিজ্ঞাপন


সুরক্ষিত অ্যাপ ইনস্টল

ম্যালওয়্যার এড়াতে শুধুমাত্র অ্যাপল বা গুগল প্লে স্টোরের মতো সুরক্ষিত জায়গা থেকেই অ্যাপ ইনস্টল করা উচিত।

hacking_pic

লিংক থেকে সাবধান
 
অনেক সময় অজানা নম্বর থেকে মেসেজ বা মেইল আসে। তাতে লিংক থাকে। সেই সব লিংকে ক্লিক করতে প্ররোচিত করা হয়। কিন্তু এই ধরনেরর লিংক থেকে সাবধান। ক্লিক করলেই সর্বনাশ হতে পারে।

পাবলিক ওয়াইফাই ব্যবহার নয়
 
পাবলিক ওয়াইফাই নেটওয়ার্ক খুব সহজে হ্যাক হওয়ার সম্ভাবনা থাকে। খুব প্রয়োজন পড়লে ভিপিএন ব্যবহারের পরামর্শ দেওয়া হয়।

ব্লুটুথ বন্ধ রাখতে হবে

ব্যবহার না করলে ব্লুটুথ বন্ধ রাখতে হবে। যাতে কোনও অজানা ডিভাইস ফোনের সঙ্গে কানেক্ট করতে না পারে।

hacked

ফোনের পাসওয়ার্ড

ফোন সুরক্ষিত রাখতে কমপক্ষে ৬ সংখ্যার পাসওয়ার্ড ব্যবহারের পরামর্শ দেওয়া হয়। ফেসলক বা ফিঙ্গারপ্রিন্টের মতো ফিচার ব্যবহার করা উচিত।

সঠিক চার্জার

ফোনে সঠিক চার্জার ব্যবহার করাও জরুরি। ব্র্যান্ডের সঙ্গে যে চার্জার দেওয়া হয়েছে সেটাই ব্যবহার করতে হবে। সর্বজনীন ইউএসবি চার্জিং স্টেশন এড়িয়ে যাওয়াই ভালো। ফোনে যেন অন্য কোনও চার্জার ব্যবহার করা না হয়, সেটা নিশ্চিত করতে হবে।

আরও পড়ুন: গুগলে এই ৪ শব্দ সার্চ দিলে অদ্ভুত ঘটনা ঘটবে

লোকেশন সার্ভিস

প্রয়োজন না থাকলে লোকেশন সার্ভিস বন্ধ রাখাই উচিত। গোপনীয়তা বজায় রাখার জন্য এটা জরুরি।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর