শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

মাস্টারকার্ডের সহস্রাধিক কর্মী চাকরি হারাতে পারেন

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ১৯ আগস্ট ২০২৪, ১১:৪৪ এএম

শেয়ার করুন:

মাস্টারকার্ড

আমেরিকান বহুজাতিক পেমেন্ট অ্যান্ড সার্ভিস কর্পোরেশন মাস্টারকার্ড কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে। প্রতিষ্ঠানটি থেকে অন্তত ১০০০ কর্মী ছাঁটাই করা হবে। প্রতিষ্ঠানটিকে ব্যবসা সফল করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দেশটির গণমাধ্যমের খবরে জানা গেছে। 

গত বছর অর্থাৎ ২০২৩ থেকেই বিশ্বজুড়ে বিভিন্ন টেক সংস্থায় কর্মী ছাঁটাই জোরকদমে শুরু হয়েছে। এবার আরও এক সংস্থা কর্মী ছাঁটাইয়ের তালিকায় নাম তুলল। ডেবিট এবং ক্রেডিট কার্ড লেনদেন সংক্রান্ত সুবিধা প্রদানকারী কোম্পানি মাস্টারকার্ড তাদের কর্মীর চাপ ৩ শতাংশ পর্যন্ত কমানোর সিদ্ধান্ত নিয়েছে। এর জেরে ১০০০ জনের বেশি কর্মী কাজ হারাতে পারেন।


বিজ্ঞাপন


2

পেমেন্ট নেটওয়ার্ক মাস্টারকার্ড শনিবার সংস্থার অভ্যন্তরের কর্মী ছাঁটাইয়ের বিষয়টি জানিয়ে দিয়েছিল। ব্যবসার সমৃদ্ধির পাশাপাশি নতুন সম্ভাবনার কথাও ভাবছে তারা। আর এই কারণেই কর্মীর সংখ্যা কমানোর অতি জরুরি বলে জানানো হয়েছে। তবে আশার খবর, কর্মীদের একেবারে বসিয়ে না দিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরণের পরিকল্পনা করছে তারা। 

আরও পড়ুন: আপনি কি সোশ্যাল মিডিয়ায় আসক্ত?

তথ্যপ্রযুক্তি পোর্টালগুলোর সূত্রে জানানো হয়েছে, বেশি লোক প্রয়োজন, এমন জায়গাগুলোতেই কর্মীদের পাঠানো হবে। ৩০ সেপ্টেম্বরের মধ্যেই সমগ্র প্রক্রিয়া সেরে ফেলার তোড়জোড় শুরু হয়েছে। বিগত অর্থবর্ষের শেষ পর্যন্ত  মাস্টারকার্ডে মোট ৩৩ হাজার ৪০০ কর্মী কাজ করতেন বলে খবর। কর্মীর চাপ কমানোর সিদ্ধান্তে কাজ খোয়াতে পারেন ১ হাজারের বেশি জন। এর মধ্যে ৬৭ শতাংশ মানুষই আবার আমেরিকার বাইরে কাজ করেন। 


বিজ্ঞাপন


master-pic

মাস্টারকার্ড সম্প্রতি এই বছরের দ্বিতীয় ত্রৈমাসিকের ফলাফল প্রকাশ করেছে। দেখা গিয়েছে, ওয়াল স্ট্রিটের থেকেও অনেকাংশে ভালো ফলাফল করেছে মাস্টারকার্ড। আবার এই তৃতীয় ত্রৈমাসিকের সময় সংস্থা ১৯০ মিলিয়ন ডলারের একটি রিস্ট্রাকচারিং চার্জ পেতে চলেছে বলে জানিয়েছে সংস্থা।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর