বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

স্যামসাংয়ের এই ফোনের দাম কমল

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ১৬ আগস্ট ২০২৪, ১১:২২ এএম

শেয়ার করুন:

samsung phone latest price

আন্তর্জাতিক বাজারে স্যামসাংয়ের একটি মডেলের স্মার্টফোনের দাম কমানো হয়েছে। মডেলটি হলো গ্যালাক্সি এস২৪। এই ফোনে রয়েছে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর রয়েছে। এই ফোন আইপি৬৮ রেটিং যুক্ত একটি ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিসট্যান্ট ডিভাইস। অর্থাৎ পানি এবং ধুলায় সহজে নষ্ট হবে না এই ফোন। 

৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে এই ফোন পাওয়া যাচ্ছে।  এছাড়াও ৫১২ জিবি স্টোরেজ ভার্সনেও পাওয়া যাচ্ছে হ্যান্ডসেটটি।


বিজ্ঞাপন


আরও পড়ুন: রিয়েলমির কম দামের ফোন

স্যামসাং গ্যালাক্সি এস২৪ ফোনে রয়েছে ৬.২৪ ইঞ্চির ফুল এইচডি প্লাস রেজোলিউশন যুক্ত ডিসপ্লে। 

এই ফোনে রয়েছে সংস্থার নিজস্ব এক্সিনোস ২৪০০ প্রসেসর। 

phn


বিজ্ঞাপন


স্যামসাং গ্যালাক্সি এস২৪ ফোনে রয়েছে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ। সেখানে রয়েছে ৫০ মেগাপিক্সলের ওয়াইড ক্যামেরা যা ৮৫ ডিগ্রি ফিল্ড ভিউ এবং অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন ফিচার যুক্ত। এর সঙ্গে ১২ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা যা ১২০ ডিগ্রি ফিল্ড ভিউ দেবে এবং ১০ মেগাপিক্সেলের টেলিফটো ক্যামেরা যেখানে 3x অপটিকাল জুমের সাপোর্ট রয়েছে, এই দুই ক্যামেরা সেনসরও দেখা যাবে। ফোনের ডিসপ্লের উপর রয়েছে ১২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর যা ৮০ ডিগ্রি ফিল্ড ভিউ দেবে। 

স্যামসাং গ্যালাক্সি এস২৪ ফোনে রয়েছে ৪০০০ এমএএইচ ব্যাটারি এবং ২৫ ওয়াটের ওয়্যারড, ১৫ ওয়াটের ওয়্যারলেস চার্জিং ফিচারের সাপোর্ট। এছাড়াও রয়েছে ওয়্যারলেস পাওয়ার শেয়ার ফিচার। 

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর