বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ঢাকা

ফোনে ৪৪ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ২২ মে ২০২২, ০৩:২৫ পিএম

শেয়ার করুন:

ফোনে ৪৪ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা

৪৪ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরার ফোন আনল ভিভো। ফোনটির মডেল ওয়াই ৭৫। বড় ডিসপ্লের এই ফোনে ৮ জিবি র‌্যাম ব্যবহৃত হয়েছে। 

ভিভোর নতুন এই ফ্ল্যাগশিপ ফোনে ৬.৪৪ ইঞ্চির ফুল এইচডি প্লাস ডিসপ্লে রয়েছে। যা রেজুলেশন ১০৮০X২৪০০ পিক্সেল। 


বিজ্ঞাপন


ফোনটি পরিচালনার জন্য রয়েছে মিডিয়াটেক হেলিও জি৯৫ চিপসেট। ৫ জি কানেক্টিভিটির এই ফোনে৮ জিবি র‌্যাম দেওয়া হয়েছে। এছাড়াও আছে ৪ জিবির বুস্টার র‌্যাম। স্টোরেজ ১২৮ জিবি। মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে মেমোরি বাড়ানো যাবে। 

ডুয়াল সিমের এই ফোন চলবে অ্যানড্রয়েড ১১ অপারেটিং সিস্টেম। সঙ্গে আছে ফানটাচ ওস ইউজার ইন্টারফেস। ব্যাকআপের জন্য ফোনটিতে ৪০৫০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারে। যা চার্জ দেওয়ার জন্য ৪৪ ওয়াটের ফাস্ট চার্জার। 

vivo

ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। যার মধ্যে রয়েছে এফ/১.৮ অ্যাপারচারসহ একটি ৫০ মেগাপিক্সেলের প্রাথমিক ক্যামেরা। রয়েছে এফ/২.২ অ্যাপারচার সহ একটি ৮ মেগাপিক্সেলের ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স ছাড়াও এফ/২.৪ অ্যাপারচার সহ একটি ২ মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর। সেলফির জন্য এতে ৪৪ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা রয়েছে। 


বিজ্ঞাপন


ক্যামেরায় রয়েছে একাধিক শুটিং মোড। এতে আই অটোফোকাস, আল্ট্রা-ওয়াইড নাইট, সুপার ম্যাক্রো, বোকেহ ফ্লেয়ার পোর্ট্রেট, এআই এক্সট্রিম নাইট, স্টেডিফেস সেলফি ভিডিও, মাল্টি-স্টাইল পোর্ট্রেট, ডাবল এক্সপোজার ও আরও অনেক কিছু ফিচার দেওয়া হয়েছে। 

এই ফোনটি মুনলাইট শ্যাডো ও ডান্সিং ওয়েভস রঙে পাওয়া যাবে।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর