মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

আইফোন-ম্যাকবুক ব্যবহারকারীরা বিপদে

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ০৫ আগস্ট ২০২৪, ১০:৩০ এএম

শেয়ার করুন:

apple products

অ্যাপলের আইফোন ও ম্যাকবুক ব্যবহারকারীরা বিপদে আছেন। কেননা, অ্যাপলের ফোন বা ল্যাপটপের সফটওয়ারে নিরাপত্তায় গলদ রয়েছে। একমাত্র লেটেস্ট আপডেটই বাঁচাতে পারবে বিপদ থেকে।

অ্যাপলের ফোন বা ল্যাপটপের বিক্রি সাম্প্রতিক সময়ে অনেকটাই বেড়েছে। ক্রেতারা নানা সময়ে জানিয়েছেন অ্যাপলের আইফোন বা ম্যাকবুক বেছে নেওয়ার অন্যতম কারণ অ্যাপলের দেওয়া তথ্যের সুরক্ষা।


বিজ্ঞাপন


কোম্পানির পক্ষে বারবার করে সুরক্ষার প্রতিশ্রুতি দিয়ে বিজ্ঞাপন দেওয়া হয়। এবার বহুমূল্যের এই ফোন-ল্যাপটপ নিয়েই দুশিন্তার কথা শোনাল ভারতের কেন্দ্রীয় সরকার। আইফোন, আইপ্যাড এবং অন্য অ্যাপল সরঞ্জাম থেকে তথ্য চুরির সম্ভাবনার কথা জানানো হয়েছে।

ইন্ডিয়ান কম্পিউটার ইমাজেন্সি রেসপন্স টিম-সিইআরটি-ইন সম্প্রতি জানিয়েছে অ্যাপলের  ওই সরঞ্জাম থেকে স্পুফিং বা তথ্যফাঁসের মতো ঘটনা ঘটতে পারে। 

ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, 'অ্যাপলের সরঞ্জামে একাধিক বিপদের রিপোর্ট মিলেছে কোনও হ্যাকারকে গুরুত্বপূর্ণ তথ্যের নাগাল দিয়ে দিতে পারে। নিরাপত্তার স্তরগুলো পেরিয়ে যেতে পারে। নির্দিষ্ট মেশিনে অ্যাটাক করা যাবে।' 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে এই বিপদের গুরুত্ব 'হাই'।


বিজ্ঞাপন


আরও পড়ুন:

একাধিক অ্যাপল সফটওয়ারে এই বিপদের আশঙ্কা রয়েছে বলে জানানো হয়েছে। আইফোনের, আইপ্যাডের একাধিক সফটওয়্যারে এটি দেখা গিয়েছে। সেই তালিকায় কী কী আছে?

আইওএস ও আইপডসের-এর 17.6 এবং 16.7.9 -এর আগের ভার্সন, 14.6-এর আগের ম্যাকওএস সোনোমা ভার্সন, 13.6.8-এর আগের ম্যাকওস ভেনচুরা ভার্সন, 12.7.6-এর আগের ম্যাকওএস মনটেরি ভার্সন, 10.6-এর আগের ওয়াচওএস ভার্সন, 17.6-এর আগের টিভিওএস ভার্সন, 1.3-এর আগের ভিশনওএস ভার্সন, 17.6-এর আগের সাফারি ভার্সন

অ্যাপল নিজে তদন্ত না করে তাদের কোনও প্রোডাক্টের নিরাপত্তা সংক্রান্ত কোনও বক্তব্য রাখে না। গত সপ্তাহেই অ্যাপল তাদের সাম্প্রতিক সিকিউরিটি আপডেট বের করেছে। 

বিপদ থেকে বাঁচার উপায়?

সিইআরটি-ইন অ্যাপল ব্যবহারকারীদের বলেছে যত দ্রুত সম্ভব ঠিকমতো অ্যাপল প্রোডাক্টগুলোর সফটওয়্যার আপডেট করে নিতে হবে। 

যেকোনও সংস্থাই নির্দিষ্ট সময় অন্তর তাদের ফোন, ল্যাপটপের মতো সামগ্রীর সফটওয়্যার আপডেট করা হয়। বাগ ফিক্সিং থেকে শুরু করে সফটওয়্যারের নানা সমস্যা এড়ানোর জন্য এই ধরনের আপডেট বের করা হয়। আগের সফটওয়্যারের কোনওরকম সমস্যা থাকলে, তথ্যফাঁস হতে পারে এমন সম্ভাবনা থাকলে সেই দিকগুলো ঠিক করার জন্য সফটওয়ার আপডেট আনা হয়। সেগুলো নির্দিষ্ট সময় মেনে দ্রুত আপডেট করাই সমীচীন।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর