চীনের হ্যান্ডসেট নির্মাতা প্রতিষ্ঠান অপো আনল কম দামের স্মার্টফোন। যার মডেল অপো এথ্রিএক্স। এটি একটি ৫জি কানেক্টেড স্মার্টফোন। দাম হাতের নাগালে। ভারতে এই ফোনের দাম ১২ হাজার ৪৯৯ রুপি।
এই ফোনে ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ ভার্সনে কেনা যাবে।
বিজ্ঞাপন
অপোর নতুন স্মার্টফোনে রয়েছে ৬.৬৭ ইঞ্চির এলসিডি স্ক্রিন যেখানে এইচডি প্লাস রেজুলেশন পাওয়া যাবে। এছাড়াও এই ডিসপ্লের উপর রয়েছে স্প্ল্যাশ টাচ টেকনোলজি, যার ফলে ভেজা হাতেও ফোন ব্যবহারে অসুবিধা হবে না। সহজে যাতে ফোনের ডিসপ্লেতে কোনও ক্ষতি হয়, তার জন্যে এই ফোনের স্ক্রিনের উপর রয়েছে টোয়াইচ রিইনফোর্সড প্যান্ডা গ্লাস প্রটেকশন।
আরও পড়ুন: মোবাইলে কল ফরওয়াডিং করা কিনা বুঝুন এই শর্ট কোড ডায়াল করে
এছাড়াও অপো এ৩এক্স ৫জি ফোনে এমআইএল-এসটিডি ৮১০এইচ শক রেসিসট্যান্ট সার্টিফিকেশন সাপোর্ট রয়েছে। অর্থাৎ ফোন যথেষ্ট শক্তপোক্ত, সহজে ক্ষতিগ্রস্ত হবে না। অপোর এই ফোনে রয়েছে একটি অক্টা-কোর মিডিয়াটেক ডিমেনসিটি চিপসেট, ৫১০০ এমএএইচ ব্যাটারি এবং ৪৫ ওয়াটের সুপারভোক ফাস্ট চার্জিং সাপোর্ট। দুটো র্যাম এবং স্টোরেজ কনফিগারেশনের লঞ্চ হয়েছে অপো এ৩এক্স ৫জি ফোন।

বিজ্ঞাপন
এই ফোনের ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ভারতে ১২ হাজার ৪৯৯ রুপি।এছাড়াও ৪ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ যুক্ত মডেলের দাম ১৩ হাজার ৪৯৯ রুপি।
অপোর নতুন ফোনে একটি অক্টা-কোর মিডিয়াটেক ডিমেনসিটি ৬৩০০ প্রসেসর রয়েছে।
অ্যানড্রয়েড ১৪ বেসড কালার ওএস- এর সাহায্যে পরিচালিত হবে এই ফোন।
ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিট রয়েছে এ ফোনে। সেখানে ৮ মেগাপিক্সেলের মেন ক্যামেরা সেন্সর রয়েছে। ফোনের ডিসপ্লের ওপরে রয়েছে ৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেন্সর
এজেড

