শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ঢাকা

কোন ফোন ব্যবহার করেন বিল গেটস, দামই বা কত?

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ২২ মে ২০২২, ১০:০৩ এএম

শেয়ার করুন:

কোন ফোন ব্যবহার করেন বিল গেটস, দামই বা কত?

তারকাদের জীবন-যাপন নিয়ে সাধারণ মানুষের আগ্রহের কমতি নেই। তারা কী খান, কী পরেন, কী গাড়িতে চড়েন? এসব সবাই জানতে চান। এই তালিকায় আছেন পৃথিবীর শীর্ষ ধনী বিল গেটস। অনেকেই মনে করেন তিনি বুঝি হালফ্যাশনের আইফোন ব্যবহার করেন। কিন্তু না, বিল গেটস খুবই সাধারণ একটি অ্যানড্রয়েড ফোন ব্যবহার করেন। যা স্যামসাংয়ের তৈরি। মডেল গ্যালাক্সি জেড ফোল্ড থ্রি। 
 
সম্প্রতি এক অনুষ্ঠানে বিল গেটস তার ব্যবহৃত ফোনটির মডেল জানান। রেডিট আস্ক মি এনিথিং নামের একটি বিল গেটসকে প্রশ্ন করা হয় তার ফোন নিয়ে। পাশাপাশি মাইক্রোসফট সারফেস ডু মডেলটিও ব্যবহার করেন। 

samsungবিল গেটসের ফো নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে ৯ টু ৫ গুগল। 


বিজ্ঞাপন


নিজের ব্যবহৃত ফোন নিয়ে আগেও কথা বলেছিলেন বিল গেটস। তখন তিনি জানিয়েছিলেন, আইফোন ব্যবহার করতে তার ভালো লাগে না। কিন্তু ঠিক কী কারণে ভালো লাগে না সে বিষয়ে মন্তব্য করেননি। 

এর আগে ২০১৭ সালে একটি সাক্ষাৎকার দিয়েছিলেন বিল গেটস। সেখানে নিজের ফোন সম্পর্কে বিস্তারিত কোনও মন্তব্য করতে চাননি মাইক্রোসফটের এই কর্ণধার। শুধুমাত্র তিনি জানিয়েছিলেন, তার ফোনটি অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেম চালিত। 

স্যামসাং ফোন ব্যবহারের কারণ সম্পর্কে বিল গেটস বলেছেন, শুধুমাত্র ডিসপ্লের কারণেই তিনি স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড এস মডেল ব্যবহার করেন। কেননা,  ফোনটির ডিসপ্লে বেশ বড় এবং ফোল্ডেবল। যা ফোল্ডেবল পিসির মতোই কাজ করতে সুবিধা হয়। এছাড়া অন্য কোনও কারণে ওই ফোন ব্যবহার করেন না তিনি।

samsungএছাড়াও স্যামসাংয়ের সঙ্গে পার্টনারশিপ রয়েছে মাইক্রোসফটের। সঙ্গে অন্য একটি প্রতিবেদন বলছে, প্রতিষ্ঠানটির একাধিক ডিভাইসের সঙ্গে সংযুক্তিকরণ করা হয়েছে। সেকারণেও বিল গেটস স্যামসাংয়ের ফোন ব্যবহার করে থাকতে পারেন।


বিজ্ঞাপন


বিল গেটস স্যামসাংয়ের যে মডেলের ফোন ব্যবহার করেন তার দাম ৭০০ মার্কিন ডলার। 

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর