শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫, ঢাকা

মোবাইল ডাটার মেয়াদ রাখা যাবে না: পলক

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ০১ আগস্ট ২০২৪, ০২:১৮ পিএম

শেয়ার করুন:

mobile data

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, মোবাইল ফোনে ব্যবহৃত ইন্টারনেট ডাটার কোনো মেয়াদ রাখা যাবে না। কেউ না মানলে ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আজ দুপুরে সচিবালয়ে সমসাময়িক বিষয়ে টেলিকম খাতসংশ্লিষ্টদের সঙ্গে বৈঠবে এসব কথা বলেন।


বিজ্ঞাপন


পলক বলেন, ফ্রিল্যান্সারদের একটা প্রণোদনা দিতে চাই, ইন্টারনেটের দাম আরও কমানো যায় সেজন্য কাজ করা হচ্ছে।

data

আরও পড়ুন: ফ্রিল্যান্সার মুগ্ধের মৃত্যুতে মার্কেটপ্লেস ফাইভআরের দুঃখপ্রকাশ

এই সময় প্রতিমন্ত্রী জানান, কোটা সংস্কার আন্দোলনে চলমান সহিংসতায় এ পর্যন্ত অবকাঠামো ও ব্যবসা-বাণিজ্য মিলে প্রায় ১৮ হাজার কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে। 


বিজ্ঞাপন


সাম্প্রতিক সহিংসতার কারণে উদ্ভূত পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত সাত লাখ ফ্রিল্যান্সারকে ক্যাশ ইনসেনটিভ দিতে বাণিজ্য মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে বলে প্রতিমন্ত্রী পলক জানিয়েছেন।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর