শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ঢাকা

নগদ অ্যাপে লেনদেন করা যাচ্ছে

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ২৪ জুলাই ২০২৪, ০৫:০০ পিএম

শেয়ার করুন:

নগদ অ্যাপে লেনদেন করা যাচ্ছে

ব্রডব্যান্ড ইন্টারনেট কিছুটা স্বাভাবিক হওয়ায় ডাক বিভাগের মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস নগদ অ্যাপে লেনদেন করতে পারছেন গ্রাহকরা।

২৪ জুলাই বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এই তথ্য জানানো হয়।


বিজ্ঞাপন


সংবাদ বিজ্ঞপ্তিতে নগদের পক্ষ থেকে দাবি করা হয়, দেশের জরুরি পরিস্থিতিতে প্রায় সব ধরনের আর্থিক সেবা যখন বিঘ্নিত হচ্ছে, তখন একমাত্র নগদ তার গ্রাহকদের জন্য নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করেছে। অধিকাংশ আর্থিক সেবা যখন কাজ বন্ধ রেখেছে, তখন একমাত্র ভরসা হয়ে ছিল নগদ।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়,  ইন্টারনেট না থাকায় অ্যাপ কাজ করেনি। কিন্তু *১৬৭# ডায়াল করে বিল পেমেন্ট, মোবাইল রিচার্জ, ক্যাশ-আউট, ক্যাশ-ইনসহ অন্যান্য সকল লেনদেনের সেবা নিয়েছেন কয়েক কোটি গ্রাহক।

অন্যদিকে ইন্টারনেট সংযোগ চালু হওয়ার সঙ্গে সঙ্গে অ্যাপের লেনদেন শুরু হয়েছে। সেখানেও স্বাচ্ছন্দ্যে লেনদেন করতে শুরু করেছেন গ্রাহক।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর