শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ঢাকা

Tips

ফোনের ডাটা দ্রুত ফুরায়? এই নিয়ম মানলে ১ জিবিতেই যাবে সারা মাস

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ১০ জুলাই ২০২৪, ১০:০৯ এএম

শেয়ার করুন:

internet

অনেকেই অভিযোগ করেন মোবাইল ফোনে ডাটা রিচার্জ করলে দ্রুত ফুরিয়ে যায়। তাই ইন্টারনেট খরচ নিয়ন্ত্রণে রাখতে সতর্ক থাকতে হবে। তবে কিছু টিপস রয়েছে যা মেনে চললে দ্রুত শেষ হবে না ফোনের ডেটা। আপনাকে আর টাকা খরচ করে বারবার রিচার্জ করতে হবে না। কী সেই নিয়ম? বিস্তারিত পড়ুন প্রতিবেদনে।

আরও পড়ুন: আপনি কি ফোনে ভিপিএন ব্যবহার করেন? জানুন এটা কতটা নিরাপদ


বিজ্ঞাপন


সম্প্রতি ইন্টারনেটের দাম বেড়ে যাওয়ায় বেশি ডেটার রিচার্জ এড়িয়ে যাচ্ছেন কেউ কেউ। কিন্তু, ১ জিবি নেট খুব দ্রুত শেষ হয়ে যায়। এই সমস্যার শিকার কমবেশি অনেকেই। তবে তার সমাধানও রয়েছে। এর জন্য আপনাকে সোশ্যাল মিডিয়া ব্যবহারে কোনও আপোষ করতে হবে না। মেনে চলতে হবে সহজ কয়েকটি টিপস।

data

মোবাইল ডেটা ইউজেস

কোন অ্যাপ কত ডেটা খরচ করছে সবার প্রথমে সেটা জানতে হবে। যে অ্যাপগুলো বেশি ডেটা খরচ করে, তার ব্যবহার কমাতে পারেন। এটি ফোনের সেটিংসে গেলেই পেয়ে যাবেন। ডেটা খরচ কমানোর ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।


বিজ্ঞাপন


ব্যাকগ্রাউন্ডে ডেটা ইউজেস বন্ধ করুন

আপনি জানেন না কিন্তু অনেক অ্যাপই ব্যাকগ্রাউন্ডের প্রচুর ডেটা খরচ করে। ব্যবহার না করলেও ডেটা শুষে নেয় অ্যাপগুলো। যার ফলে দিন শেষ হয়ে যায় ফুরিয়ে যায় ইন্টারনেট। এটি দুইভাবে বন্ধ করতে পারবেন। প্রথম সেটিংসে গিয়ে ডেটা সেভার অপশন চালু করে দিতে পারেন। দ্বিতীয় ব্যাকগ্রাউন্ড ডেটা ইউসেজ বন্ধ করে রাখতে পারেন।

net

হাই-কোয়ালিটি ভিডিও স্ট্রিমিং ও ডাউনলোড এড়িয়ে চলুন

ইউটিউব, ফেসবুকে যে ভিডিও দেখেছেন, তা যদি অনেক হাই-কোয়ালিটিতে চলে তাহলে দ্রুত ডেটা শেষ হয়ে যাবে। পাশাপাশি হাই-কোয়ালিটিতে ভিডিও ও মিউজিক ডাউনলোড এড়িয়ে চলুন। প্রতিটি অ্যাপেই লো কোয়ালিটি স্ট্রিমিং এবং ডাউনলোড অপশন পাওয়া যায়। ইনস্টাগ্রাম, ইউটিউব এবং হোয়াটসঅ্যাপে সেই অপশন রয়েছে।

অফলাইন মোড

ইন্টারনেট যদি ব্যবহার না করেন, তাহলে অফলাইন মোড ব্যবহার করুন। বিশেষ করে গুগল ম্যাপস। আগে থেকে ম্যাপস ডাউনলোড করে রাখতে পারেন।তাহলে বারবার ব্যবহার করার জন্য আর ইন্টারনেট চালু করতে হবে না।

data

মোবাইল ডেটা লিমিট

আজকাল সব ফোনের সেটিংসেই ডেটা লিমিট থাকে। একবার সেটআপ করে নিলে, যখন ডেটা শেষের দিকে আসবে বা লিমিট পেরিয়ে যাবে আপনাকে এলার্ট করবে স্মার্টফোন।

অপ্রয়োজনীয় অ্যাপ ডিলিট ও ওয়াইফাই

স্মার্টফোনে অপ্রয়োজনীয় অ্যাপ ডিলিট করুন। এর ফলে ইন্টারনেট ও স্টোরেজ দুটোই সাশ্রয় করতে পারবেন। পাশাপাশি যখনই সুযোগ আসবে ফ্রি ওয়াইফাই ব্যবহার করার চেষ্টা করুন। এই ভাবে দিন শেষে প্রচুর ডেটা সাশ্রয় করতে পারবেন।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর