রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

সাইবার অপরাধীরা বেশি ব্যবহার করেন টেলিগ্রাম: গবেষণা

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ০৩ জুলাই ২০২৪, ১২:২৭ পিএম

শেয়ার করুন:

hacking

যত সামাজিক যোগাযোগের অ্যাপস আছে তার মধ্যে সাইবার অপরাধীরা বেশি ব্যবহার করেন টেলিগ্রাম। সাম্প্রতিক এক গবেষণায় এই তথ্য জানা গেছে। রিপোর্ট বলছে, ২০২৪ সালে প্রতারকদের মধ্যে টেলিগ্রামের ব্যবহার বেড়েছে ৫৩ শতাংশ। যা উদ্বেগ সৃষ্টি করেছে ব্যবহারকারীদের মনে। কারণ মেসেজিং অ্যাপের ক্ষেত্রে হোয়াটসঅ্যাপের পরেই আসে টেলিগ্রাম। সোশ্যাল মিডিয়া অ্যাপ বেশ জনপ্রিয় এই প্ল্যাটফর্ম। 

অনলাইন ব্যবহারকারীর সংখ্যা যত বাড়ছে ততই মাথাচাড়া দিয়ে উঠেছে সাইবার প্রতারণার ঘটনা। বিভিন্ন সোশ্যাল মিডিয়া অ্যাপের মাধ্যমে নিরীহ ব্যবহারকারীদের টার্গেট করা হচ্ছে। নানা কৌশলে প্রতারণা করা হচ্ছে তাদের সঙ্গে। টেক রিপোর্ট অনুযায়ী, এই সোশ্যাল মিডিয়া অ্যাপসগুলোর মধ্যে একটি টেলিগ্রাম, সাইবার অপরাধীদের মধ্যে ব্যবহার বাড়ছে টেলিগ্রামের।


বিজ্ঞাপন


আরও পড়ুন: ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রামে যেভাবে মেটা এআই ব্যবহার করবেন

সাইবার সিকিউরিটি ফার্ম ক্যাসপারস্কির ফুটপ্রিন্ট ইন্টেলিজেন্স রিপোর্ট অনুযায়ী, সাইবার প্রতারণার জন্য টেলিগ্রামকে বেছে নিচ্ছেন অপরাধীরা। হ্যাকিং, স্প্যামিং ইত্যাদি কাজকর্মের জন্য টেলিগ্রামে নানা গ্রপ তৈরি করে সেখানে অ্যাক্টিভ থাকছে অপরাধীরা। সেসব গ্রুপ ফ্রড স্কিম, ফাঁস হওয়া ডেটাবেস আলোচনা করা হচ্ছে।

telegram

সিকিউরিটি ফার্মের মতে, ২০২৪ সালে গত দুই মাসে এই সমস্ত ডেটার পরিমাণ ৫৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। যা বেশ উদ্বেগজনক বলে মনে করা হচ্ছে। বর্তমানে ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ হিসাবে হোয়াটসঅ্যাপের পরই রয়েছে টেলিগ্রাম। এই প্ল্যাটফর্মে ছবি শেয়ারিং, ভিডিও-ভয়েস কলসহ একাধিক সুবিধা রয়েছে।


বিজ্ঞাপন


টেলিগ্রামে সাইবার অপরাধ বৃদ্ধি পাওয়ার পিছনে একাধিক কারণ দেখছেন বিশেষজ্ঞরা। তারা মনে করছেন, সবার প্রথম টেলিগ্রাম ৯০ কোটি মাসিক ইউজারের একটি বিরাট ইউজার বেস তৈরি করে। তারপর নিরাপদ ও প্রাইভেট প্ল্যাটফর্ম হিসাবে নিজেদের মার্কেট করেছে। টেলিগ্রামের দাবি, ইউজারের ব্যক্তিগত তথ্য সংগ্রহ করা হয় না। কিন্তু বাস্তব সম্পূর্ণ উল্টা।

এই সব প্রতিশ্রুতি দিয়ে সাইবার অপরাধীদের চোখে ধুলা দেওয়ার চেষ্টা করা হলেও, টেলিগ্রাম সেই প্রচেষ্টায় অনেকটাই ব্যর্থ বলে মনে করছেন সাইবার ফার্মটি। কারণ এই প্ল্যাটফর্মে চ্যানেল খোলা খুবই সহজ। এবং সেখানে নানা ভাবে ভুয়ো তথ্য ছড়ানো হয়। পাশাপাশি ভুয়ো লিঙ্ক পাঠিয়ে ইউজারদের জালিয়াতি করা হয়।

ডার্ক ওয়েব নিয়ে সাইবার অপরাধীদের নানা দাবিতেই টেলিগ্রামের প্রসঙ্গ থাকে। শুধু সাইবার অপরাধ নয়, হ্যাক্টিভিস্ট গ্রুপগুলোর জন্য প্রিয় প্ল্যাটফর্ম হয়ে উঠেছে এই টেলিগ্রাম। হ্যাক্টিভিস্ট গ্রুপগুলোর সক্রিয়তা বাড়ছে টেলিগ্রামে। যা নিয়ে ভীষণ উদ্বিগ্ন সাধারণ ইউজাররা। 

টেলিগ্রাম ইউজারদের এক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। যেকোনও তথ্য বা লিঙ্ক সত্যি ভেবে তাতে ক্লিক করার আগে দশবার ভাবুন। এর ফলে ফোনে ম্যালওয়্যার ভাইরাস প্রবেশ করতে পারে। নানা কৌশলে হ্যাক হতে পারে স্মার্টফোন ও ব্যাঙ্কিং তথ্য। তাই ভুয়ো কিংবা সন্দেহ হলে টেলিগ্রাম গ্রুপ এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন সাইবার বিশেষজ্ঞরা।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর