শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

এই ফোনে পাবেন ৬০০০ মিলিঅ্যাম্পিয়ারের শক্তিশালী ব্যাটারি

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ০১ জুলাই ২০২৪, ০৯:৩৭ এএম

শেয়ার করুন:

এই ফোনে পাবেন ৬০০০ মিলিঅ্যাম্পিয়ারের শক্তিশালী ব্যাটারি

চীনের ভিভো বাংলাদেশের বাজারে ৬০০০ মিলিঅ্যাম্পিয়ারের শক্তিশালী ব্যাটারির ফোন আনছে। যার মডেল ভিভো ওয়াই ২৮। ফলে দীর্ঘক্ষণ ব্যাটারি ব্যাকআপ পাবেন। এতে করে বারবার চার্জ দেওয়ার ঝক্কি এড়ানো যাবে। 

আরও পড়ুন: স্মার্টফোনের বিমা করতে পারেন, জানুন কী কী সুবিধা পাবেন


বিজ্ঞাপন


৬০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির একটি স্মার্টফোন ব্যবহার করে পেতে পারেন সারাদিন কানেক্টেড ও প্রোডাক্টিভ থাকার সক্ষমতা। এ স্মার্টফোনে লেখাপড়া বা কাজ সংক্রান্ত ই-মেইইল, ব্যাক-টু-ব্যাক কনফারেন্স কল বা সারাদিনের ইন্টারনেট নির্ভও যোগাযোগ হবে দ্রুত ও নির্বিঘ্ন। প্রয়োজনে ও বিনোদনে স্মার্টফোনটি দেবে সেরা পারফরম্যান্স।

Pic_3

এছাড়া একবার চার্জ দিয়ে সারাদিন তুমুল ব্যবহারের পরও ব্যাটারির চার্জ ফুরাবে না, এমন স্মার্টফোন চান সবাই। বারবার চার্জ দরকার না হওয়া মানেই স্মার্টফোনের ব্যাটারি কম ব্যবহার হওয়া, যা ব্যাটারি হেলথ বাড়িয়ে দেয় বহুগুণ। আর স্মার্টফোনের ক্ষেত্রে ব্যাটারি হেলথই নিশ্চিত করে এর বাকি সব পারফরম্যান্স।

এই ফোনে থাকছে ৪৪ ওয়াট ফ্ল্যাশচার্জ, ৮ জিবি + ৮ জিবি এক্সটেন্ডেড র‌্যাম এবং ৪৮ মাস স্মুথ পারফরম্যান্স।  


বিজ্ঞাপন


ফোন কেনার জন্য কিছুদিন অপেক্ষা করতে হবে।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর