শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ঢাকা

ফেসবুকের পাসওয়ার্ড চুরি করে যেসব অ্যাপস

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ১৯ মে ২০২২, ০৯:৪১ এএম

শেয়ার করুন:

ফেসবুকের পাসওয়ার্ড চুরি করে যেসব অ্যাপস

গুগল প্লে স্টোরে রয়েছে অসংখ্য অ্যাপস। এসব অ্যাপসের সবগুলোকে কাজের বলা যায় না। বরং কিছু অ্যাপস আছে যেগুলো আপনার লাভের চেয়ে ক্ষতিই করে বেশি। এমন কিছু অ্যাপস আছে যেগুলো আপনার ফেসবুকে পাসওয়ার্ড চুরি করতে পারে। তাই এসব অ্যাপস সম্পর্কে আগে থেকেই সতর্ক থাকা জরুরি।  
 
সম্প্রতি ট্রেন্ড মাইক্রো নামের একটি সাইবার সিকিউরিটি প্রতিষ্ঠান দুই শতাধিক স্পাইওয়্যার অ্যাপসের খবর প্রকাশ্যে এনেছে। প্রতিষ্ঠানটি বলছে এসব অ্যাপস ব্যবহারকারীদের অজান্তে গুপ্তচরবৃ্ত্তি করে। হাতিয়ে নেয় সোশ্যাল মিডিয়ার পাসওয়ার্ড।  এই অ্যাপসগুলো গ্রাহকের ব্যক্তিগত তথ্য হাতিয়ে ক্রিপ্টোকারেন্সি চুরির করে। এর মধ্যে কিছু অ্যাপস ১ লাখ বারের বেশি গুগল প্লে স্টোর থেকে থেকে ডাউনলোড হয়েছে।
 
ট্রেন্ড মাইক্রো ক্ষতিকর এসব অ্যাপসের নাম প্রকাশ করেছে। আপনার ফোনেও এর মধ্যে যে কোন অ্যাপ ইনস্টল থাকলে তা এখনই ডিলিট করুন।

appDaily Fitness OL: এটা একটা ফিটনেস অ্যাপ। দৈনিক ফিটনেসের জন্য অ্যাপের মধ্যে রয়েছে ইউটিলিটি ও টুল বিভাগ।
Panorama Camera: স্মার্টফোন ক্যামেরার মাধ্যমে প্যানোরমা ছবি তুলতে এই অ্যাপ ব্যবহার হয়।
Business Meta Manager: ফেসবুক বিজনেস প্রোফাইল ম্যানেজ করার জন্য এই অ্যাপ ব্যবহার হয়।
Swam Photo: এটা একটা ফটো এডিটর। ছবি থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ, কোলাজ তৈরিতে কাজে লাগে এই অ্যাপ।
Enjoy Photo Editor: এটাও একটা ফটো এডিটর অ্যাপ।
Cryptomining Farm Your own Coin: এটা ক্রিপ্টোকারেন্সি অ্যাপ।
Photo Gaming Puzzle: এটা একটা পাজেল গেম।


বিজ্ঞাপন


আপনার ফোনে এই অ্যাপসগুলো ইনস্টল করা থাকলে এখনই আনইনস্টল করুন। আর না করে থাকলে ভবিষ্যতে এই অ্যাপসগুলো ইনস্টল করবেন না।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর