শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪, ঢাকা

দেশে নিবন্ধিত মোবাইল সিম ৩৩ কোটি, সক্রিয় আছে ১৯ কোটি

ঢাকা মেইল ডেস্ক
প্রকাশিত: ২৪ জুন ২০২৪, ০৭:৩৫ পিএম

শেয়ার করুন:

ছয় দিন পর ফের সংসদ অধিবেশন শুরু
ফাইল ছবি

দেশে মোট নিবন্ধিত মোবাইল সিমের সংখ্যা ৩৩ কোটি ২৭ লাখ ৫৬ হাজার ৯৭০টি। এর মধ্যে বর্তমানে সক্রিয় আছে এমন সিমের সংখ্যা ১৯ কোটি ৩৭ লাখ ৩০ হাজার। বাকি ১৩ কোটি ৯০ লাখ ২৬ হাজার ৯৭০ সিম নিষ্ক্রিয়।

সোমবার (২৪ জুন) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে ময়মনসিংহ-৬ আসনের সংসদ সদস্য আব্দুল মালেক সরকারের প্রশ্নের জবাবে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এ তথ্য জানান।


বিজ্ঞাপন


প্রতিমন্ত্রীর দেওয়া তথ্য অনুসারে, নিবন্ধিত মোট সিমের ৪১ দশমিক ৭৮ শতাংশ বর্তমানে নিষ্ক্রিয়। অন্যদিকে রাষ্ট্রায়ত্ত মোবাইল অপারেটর টেলিটকের নিবন্ধিত সিমের ৫৫ শতাংশই নিষ্ক্রিয়।

জুনাইদ আহমেদ পলক জানান, গ্রামীণ ফোনের মোট নিবন্ধিত সিম ১১ কোটি ৯৫ লাখ ৬৭ হাজার ৯২৫টি। এর মধ্যে সক্রিয় ৮ কোটি ৩৯ লাখ ৫০ হাজার। নিষ্ক্রিয় ৩ কোটি ৫৬ লাখ ১৭ হাজার ৯২৫টি ।

বাংলালিংকের মোট নিবন্ধিত সিম ৯ কোটি ৭ লাখ ৬৫ হাজার ৯৬২টি। এর মধ্যে সক্রিয় ৪ কোটি ৪৭ লাখ ২০ হাজার। নিষ্ক্রীয় ৪ কোটি ৬০ লাখ ৪৫ হাজার ৯৬২টি।

রবি আজিয়াটার মোট সিম ১০ কোটি ৭৯ লাখ ৬১ হাজার ৮০০টি। সক্রিয় ৫ কোটি ৮৫ লাখ ১০ হাজার। নিষ্ক্রিয় ৪ কোটি ৯৪ লাখ ৫১ হাজার ৮০০টি।


বিজ্ঞাপন


টেলিকটের নিবন্ধিত সিম এক কোটি ৪৪ লাখ ৬১ হাজার ২৮৩টি। সক্রিয় ৬৫ লাখ ৫০ হাজার। নিষ্ক্রিয় ৭৯ লাখ ১১ হাজার ২৮৩।

এদিকে ঝিনাইদহ-২ আসনের স্বতন্ত্র এমপি নাসের শাহরিয়ার জাহেদীর প্রশ্নের জবাবে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জানান, বাংলাদেশে বর্তমানে লাইসেন্সধারী ইন্টারনেট সরবরাহকারীর সংখ্যা দুই হাজার ৬৫০টি।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর