শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ঈদের ভার্চুয়াল শুভেচ্ছা বার্তা

ঈদুল আজহার শুভেচ্ছা বার্তা, কার্ড ও স্ট্যাটাসে যা লিখবেন

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ১৫ জুন ২০২৪, ১২:৫৩ পিএম

শেয়ার করুন:

Eid greetings 2024

ঈদ উৎসবের অন্যতম অনুষঙ্গ হল অন্যকে শুভেচ্ছা জানানো। আগে সাধারণত মানুষ প্রিয়জন বা বন্ধুদের সঙ্গে দেখা করে বা কার্ড পাঠিয়ে শুভেচ্ছা জানাতেন। কিন্তু এখন সেটি দখল করে নিচ্ছে ভার্চুয়াল শুভেচ্ছা। অর্থাৎ এসএমএস, ই-মেইল বা ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে টেক্সট, গ্রাফিক্স (কার্ড) অডিও বা ভিডিও আকারে শুভেচ্ছা পাঠানো জনপ্রিয় হয়ে উঠছে ক্রমশ।

edi-2


বিজ্ঞাপন


ঈদে ভার্চুয়াল শুভেচ্ছা বার্তা

মোবাইল ফোনে ক্ষুদে বার্তা, ফেসবুক মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস, মেসেজ, গ্রাফিক্সের (কার্ড) মাধ্যমে প্রিয়জনদের ঈদের শুভেচ্ছা জানাতে পারেন। যা এখন ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে। 

আর ঈদকে ঘিরে এই শুভেচ্ছা বিনিময়ের রেওয়াজ ধীরে ধীরে বাড়ছে। কেননা, এই শুভেচ্ছা বিনিময় করতে কোনো খরচ নেই। স্মার্টফোন ও ইন্টারনেট সংযোগ থাকলেই হলো। 

eid-pic


বিজ্ঞাপন


ফেসবুক, ইউটিউব ও ইনস্টাগ্রামে ঈদ পোস্টের যত হ্যাশট্যাগ

ফেসবুক, ইউটিউব ও ইনস্টাগ্রামে চাইলেই নিজেদের পোস্টে ঈদ উপলক্ষে তৈরি বিভিন্ন হ্যাশট্যাগ যোগ করা যায়। ফেসবুক, ইউটিউব ও ইনস্টাগ্রামে #EidMubarak, #EidUlFitr, #Eiduladha #Eiduladha2024,  #Eid2024, #EidCelebration, #EidVibes, #EidJoy, #EidGreetings, #HappyEid, #EidLove, #EidBlessings, #EidSpirit এসব হ্যাশট্যাগ ব্যবহার করতে পারেন।

eid

ঈদের শুভেচ্ছা বার্তায় যা যা লিখতে পারেন-

১. আপনাকে এবং আপনার পরিবারকে ঈদ মোবারক। আপনার বাড়ি সর্বদা সীমাহীন সুখ, উল্লাস এবং হাসিতে ভরে উঠুক।

২. আমার পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে ঈদ মোবারক। এই দিনটি আমাদের জীবনকে প্রাণবন্ত রঙ এবং প্রচুর হাসি দিয়ে উজ্জ্বল করুক।

৩. ত্যাগের মহিমায় ভরে উঠুক আপনার জীবন। ঈদ মোবারক।

৪. ঈদুল আজহার ত্যাগের শিক্ষা আমাদের দৈনন্দিন জীবনেও প্রতিফলিত হোক! ঈদ মোবারক।

৫. সকল ধর্মপ্রাণ মুসলমান দেশ-বিদেশে মুসলিম ভাই-বোনদের জানাচ্ছি ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক।

৬. সবাইকে জানাচ্ছি ঈদুল আজহার শুভেচ্ছা। ঈদ সবার জীবনে বয়ে আনুক অসীম সুখ এবং আনন্দ। সবাই ভালো থাকুন, ঈদ মোবারক।

৭. রঙ লেগেছে মধুর মনে এলো খুশির ঈদ। 
এই ঈদে রাঙিয়ে দেবো তোমায়।
ঈদ মোবারক।

৮. ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ,
ঈদ আসে ভুলিয়ে দিতে সকল বিভেদ দ্বন্দ্ব,
ঈদ মানে ভুলে যাওয়া যতো দুঃখ ভয়,
ঈদের মত তোমার জীবন টা হোক দীপ্তিময় ।
ঈদ মোবারক

৯.রঙ লেগেছে মনে, মধুর এই ক্ষণে,
তোমায় আমি রাঙিয়ে দেব ঈদের এই দিনে ।
      ঈদ মোবারাক

১০. ঈদের হাওয়া লাগুক প্রাণে,
মন ভরে যাক নতুন গানে,
ঘুম ঘুম চোখে স্বপ্নিল চাওয়া,
ঈদে হোক সবকিছু পাওয়া।
ঈদ মোবারক।

১১. ঈদ এলো, বৃষ্টি এলো,
খুশির দ্বার মুক্ত হলো,
ঈদের এখন নতুন রূপ,
বৃষ্টি হলো অপরুপ,
তুমি আমার আপনজন,
তাই তোমায় জানাই নিমন্ত্রণ ।
ঈদ মোবারক।

১২. রংধনু আসে রঙের টানে
সুবাস আসে ফুলের টানে
বন্ধু আসে বন্ধুত্তের টানে
মন চলে যায় মনের টানে
ঈদ আসে খুশির টানে
ঈদ মোবারক

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর