অ্যাকাউন্টের সুরক্ষার জন্য নিয়মিত জিমেইলের পাসওয়ার্ড বদল করতে হয়। পাসওয়ার্ড নির্বাচনের সময় অক্ষর, সংখ্যা ও চিহ্ন একত্রে ব্যবহার করা উচিত। জেনে নিন গুগলের জিমেইলের পাসওয়ার্ড বদল করার সহজ উপায়।
স্মার্টফোন থেকে
বিজ্ঞাপন
ফোনে জিমেইল অ্যাপ ওপেন করে ডান দিকে উপরে প্রোফাইল আইকনে ট্যাপ করে settings চালু করুন।
এবার Manage your Google Account সিলেক্ট করুন।
ডান দিকে উপরে Security অপশন বেছে নিন।
এবার Signing in to Google অপশন সিলেক্ট করলে পাসওয়ার্ড জানতে চাইবে। এখানে পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করুন।
সাইন ইন করার পরে নতুন পাসওয়ার্ড দিয়ে দিন। এবার Change Password সিলেক্ট করুন।

ডেক্সটপ থেকে
বিজ্ঞাপন
কম্পিউটার ব্রাউজার থেকে Gmail ওপেন করে প্রোফাইল আইকন সিলেক্ট করুন। এর পরে Manage Your Google account সিলেক্ট করুন।
এরপর Security ট্যাবের অধীনে Signing in to Google অপশন বেছে নিন।
এবার পাসওয়ার্ডের মাধ্যমে অ্যাকাউন্টে লগ ইন করুন।
এবার নতুন পাসওয়ার্ড এন্টার করে Change Password সিলেক্ট করুন।
এজেড

