মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ফোনে কেউ প্রতারণা করতে চাইলে বেজে উঠবে সাইরেন

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ০৬ জুন ২০২৪, ১২:১৭ পিএম

শেয়ার করুন:

google ai

অ্যানড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য নতুন ফিচার আনছে গুগল। এই ফিচারের সাহায্যে কেউ ফোনে প্রতারণা করলে সাইরেন বাজিয়ে সতর্ক করা হবে ওই স্মার্টফোন ব্যবহারকারীকে। 

গুগল এআই-য়ের সহায়তায় এই কাজটি করবে। এটি প্রতারক কলকারীদের কথোপকথনের ধরনগুলে বুঝতে পারবে। অর্থ, ধরুন কেউ আপনাকে ফোন করে মোবাইল ব্যাংকিংয়ের গোপন পিন চাইছেন। তাহলে গুগল এআই তাকে ট্র্যাক করবে এবং প্রতারক পিন নম্বর, পাসওয়ার্ড বা টাকা চাইতে শুরু করলেই গুগল ব্যবহারকারীদের এ বিষয়ে সতর্ক করবে।


বিজ্ঞাপন


ai

গুগলের জেমিনি ন্যানো বৈশিষ্ট্য এই ধরনের কথোপকথন চালিয়ে যাওয়া ব্যক্তিদের শনাক্ত করবে এবং যখন কোনও অর্থ লেনদেন হবে তখন ফোনকে সতর্ক করবে। অর্থ, এটি আপনাকে একটি সাইরেন দেবে এবং আপনাকে কোনো প্রকার অর্থ প্রদান না করার পরামর্শ দেবে। তবে প্রশ্ন উঠছে যে ফোনটি কীভাবে জানবে কোনটি প্রতারণার কল হতে পারে? ধরুন আপনি আপনার পরিবারের সদস্যদের কাছে টাকা ট্রান্সফার করছেন, এমন সময় সাইরেন বেজে উঠবে, তখন অহেতুক ঝামেলা হবে।

আরও পড়ুন: হারানো ফোন খুঁজে পাওয়ার অভিনব ফিচার আনল গুগল

বর্তমানে, গুগল এআই কলিং ফিচার জেমিনি ন্যানো পরীক্ষার পর্যায়ে রয়েছে। এই বৈশিষ্ট্যটি আপনাকে সতর্ক করবে যখন কেউ একটি কথোপকথনের প্যাটার্ন দেখে যা একটি স্ক্যামের সাথে যুক্ত হতে পারে।


বিজ্ঞাপন


scam

এটি  অ্যানড্রয়েড ডিভাইসের জন্য ডিজাইন করাগুগলের জেমিনি এআই মডেল পরিবারের সবচেয়ে ছোট সংস্করণ। ধরুন, যদি একজন কলার আপনাকে ব্যাংকের প্রতিনিধি হিসাবে জাহির করে অবিলম্বে তহবিল স্থানান্তর করতে, একটি উপহার কার্ডের অর্থ প্রদান করতে বা ব্যাংকর পিন বা পাসওয়ার্ডের মতো ব্যক্তিগত তথ্য চাইতে বলেন, তাহলে গুগল ন্যানো বৈশিষ্ট্য আপনাকে একটি সতর্কতা দেবে।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর