গরমে ঠান্ডা বাতাস পেতে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র বা এসির জুড়ি নেই। কিন্তু এর বিদ্যুৎ খরচও অনেক। যে কারণে অনেকেই এই যন্ত্র বাসা-বাড়িতে ইনস্টল করতে দ্বিধায় থাকেন। আপনার যদি এসির বিদ্যুৎ খরচ সম্পর্কে ধারণা থাকে তবে এসি কেনার সিদ্ধান্ত নিতে পারবেন। জানুন দেড় টনের এসির সারা বিদ্যুৎ খরচ সম্পর্কে।

বিজ্ঞাপন
টনের পরিমাপ আসলে এসির ঠান্ডা করার ক্ষমতা বোঝায়। এটি কিন্তু এসির লোড বোঝায় না। যত বেশি টনের এসি, তত তাড়াতাড়ি ঘর ঠান্ডা করার ক্ষমতা।

১ স্টার থেকে ৫ স্টার এই পাঁচটি ক্যাটাগরিতে পাবেন এসি। যত বেশি স্টার রেটিং, তত বিদ্যুৎ খরচ কম। কিন্তু স্টার রেটিং বাড়লে এসির দামও বেড়ে যায়।
কোনও দেড় টন এসিতে যদি লেখা থাকে ২.৫ কিলোওয়াট তাহলে বুঝে নিতে হবে ওই এসি একঘণ্টা টানা চললে ২.৫ ইউনিট বিদ্যুৎ খরচ হবে। ফলে সেই হিসেব করে মোটামুটি এসি কতক্ষণ চললে কত টাকা বিল আসতে পারে তার ধারনা পেতে পারেন।
বিজ্ঞাপন

গরমের এই সময় আপনি সারাদিন কত ঘণ্টা এসি চালাচ্ছেন তার হিসেব করে বিদ্যুত বিলের আগাম হিসেব রাখতে পারবেন।
এজেড

