শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ঢাকা

ফোল্ডিং ফোন আনছে ওয়ানপ্লাস

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ১৩ মে ২০২২, ১২:০৪ পিএম

শেয়ার করুন:

ফোল্ডিং ফোন আনছে ওয়ানপ্লাস

ফোল্ডিং ফোনের বাজারে প্রতিযোগিতায় নামছে চীনের ওয়ানপ্লাস। শিগগিরই বাজারে আসছে প্রতিষ্ঠানটির প্রথম ফোল্ডিং স্মার্টফোন। সম্প্রতি ওয়ানপ্লাসের আপকামিং ফোল্ডিং ফোনের তথ্য ফাঁস হয়েছে। টিপস্টার ম্যাক্স জামবর টুইট করে টুইট করে এই খবর জানিয়েছেন। ওই টুইটে বলা হয়েছে, ২০২৩ সালে ফোল্ডিং ফোন বিক্রি করবে এক সময়ের ফ্লাপশিপ স্মার্টফোন কিলার ব্র্যান্ড ওয়ানপ্লাস। 

মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে ওয়ানপ্লাসের সফটওয়্যার লিড কারি চেন ফোল্ডিং ফোন নিয়ে আভাস দিয়েছিলেন।


বিজ্ঞাপন


তিনি বলেছিলেন, ওয়ানপ্লাসের ফোল্ডেবল স্মার্টফোন খুব তাড়াতাড়ি দেখতে পাওয়া যাবে। ডিভাইসটি চলবে অক্সিজেন ১৩ অপারেটিং সিস্টেমে। 

oneplusমনে করা হচ্ছে অপো ফাইন্ড এন-এর মতোই দেখতে হবে ওয়ানপ্লাসের ফোল্ডিং ফোন।

যদিও এর আগে যে রিপোর্ট প্রকাশ হয়েছিল তাতে জানা গেছে, ওয়ানপ্লাস যে ফোল্ডেবল ফোন বাজারে নিয়ে আসছে তা সম্পূর্ণ একদম নতুন ডিজ়াইনের। 

ওয়ানপ্লাসের পেটেন্ট অ্যাপ্লিকেশন অনুযায়ী লেটস গো ডিজিটাল একটি রিপোর্ট প্রকাশ করা হয়েছিল। ওই রিপোর্টে বলা হয়েছে, ট্রি ফোল্ড স্মার্টফোন বাজারে আনতে চলেছে ওয়ানপ্লাস। অর্থাৎ পুরো ফোনটিকে তিনটি ভাগে ভাঁজ করা যাবে।


বিজ্ঞাপন


এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর