বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, ঢাকা

কম দামের স্মার্টওয়াচে অ্যামোলিড ডিসপ্লে

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ০২ এপ্রিল ২০২৪, ০৩:৪৩ পিএম

শেয়ার করুন:

কম দামের স্মার্টওয়াচে অ্যামোলিড ডিসপ্লে

দেখতে অ্যাপল ওয়াচের মতোই। কিন্তু অ্যাপল ওয়াচ নয়। এমনই একট স্মার্টওয়াচ আনছে আইটেল। যার দাম হাতের নাগালে। এই ঘড়ি আইটেল আইকন ২ এর উত্তরসূরি। মডেল আইটেল আইকন ৩। 

আইটেলের নতুন ঘড়িতে থাকছে ২.০১ ইঞ্চির অ্যামোলিড ডিসপ্লে। যার ডিসপ্লের বেজেল কম। 


বিজ্ঞাপন


আরও পড়ুন: Lava Agni 2: সস্তার ফোনে কার্ভড ডিসপ্লে 

আসন্ন স্মার্টওয়াচটি ব্লুটুথ কলিংকেও সমর্থন করে, যা দ্রুত এবং সহজ সংযোগের জন্য একটি ডেডিকেটেড চিপের সাথে আসে। ঘড়িটির মাইক্রোসাইটটি অ্যামাজনেও লাইভ হয়েছে, যা এর অনেক বৈশিষ্ট্য প্রকাশ করে।

ITEL-PIC

এছাড়াও এতে ক্যামেরা এবং মিউজিক কন্ট্রোল ফিচার রয়েছে। ঘড়িটি কাস্টমাইজেশনের জন্য ১৫০টিরও বেশি ওয়াচফেস সমর্থন করে। এতে ২.৫ ডি কার্ভড গ্লাস রয়েছে।


বিজ্ঞাপন


ধুলা থেকে সুরক্ষিত থাকার জন্য ঘড়িটিতে আইপি৬৮ রেটিং রয়েছে।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর