শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ফেসবুকে লাইক কমেন্ট শেয়ার বাড়ানোর কৌশল

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারি ২০২২, ১২:৪২ পিএম

শেয়ার করুন:

ফেসবুকে লাইক কমেন্ট শেয়ার বাড়ানোর কৌশল
জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। ব্যক্তিগত ব্যবহারকারীদের পছন্দের শীর্ষে মাধ্যমটি। ব্যবসা-বাণিজ্য, প্রচার-প্রচারণায়ও প্ল্যাটফর্মটি ব্যবহৃত হচ্ছে। ফেসবুকে ব্যক্তি প্রোফাইল খোলেন। প্রতিষ্ঠান খোলে পেজ।  ব্র্যান্ডিংয়ের জন্য পেজে ছবি, ভিডিওসহ বিভিন্ন কনটেন্ট শেয়ার করা হয়। কিন্তু সবাই পেজে আশানুরূপ এনগেজমেন্ট পান না।  ফলোয়ারের তুলনায় তলানিতে লাইক, কমেন্টস ও শেয়ার। এই সমস্যা থেকে মুক্তি কীভাবে? জানুন ফেসবুকে  লাইক কমেন্ট ও শেয়ার বাড়ানোর কৌশল। 

ফেসবুক এনগেজমেন্ট কী


বিজ্ঞাপন


ফেসবুক এনগেজমেন্টের অর্থ হল কোনও পোস্টের সঙ্গে কতজন ব্যবহারকারী জড়িয়ে থাকলেন। অর্থাৎ লাইক, কমেন্ট, শেয়ার, ডাউনলোড বা সেভ অথবা মেসেঞ্জারের মাধ্যমে অন্য কাউকে পাঠালেন, এই পুরো বিষয়টি এনগেজমেন্টের মধ্যে ধরা হয়। 

কোনও পোস্টের এনগেজমেন্ট যত বেশি হয় ফেসবুকের মেশিন রেকমেন্ডেশন তত বেশি হয়। অর্থাৎ ফেসবুকর অ্যালগোরিদম বুঝতে পারে এই পোস্টটি বেশি সংখ্যক মানুষকে আকৃষ্ট করছে। সেই অনুযায়ী আরও বেশি সংখ্যক ব্যবহারকারীর কাছে ওই পোস্টটি পাঠাতে শুরু করবে। 

কীভাবে এনগেজমেন্ট বাড়াবেন

ফেসবুকে এনগেজমেন্ট বাড়াতে হলে কয়েকটি পদ্ধতি অবলম্বন করতে হবে। জানুন বিস্তারিত। 


বিজ্ঞাপন


facebookসঠিক কন্টেন্ট নির্বাচন

যে পেজ থেকে বা যে প্রোফাইল থেকে কোনো কনটেন্ট পোস্ট করা হচ্ছে সেই পোস্ট বা সেই প্রোফাইলের অডিয়েন্স কী পছন্দ করেন সে বিষয়ে সঠিক ধারণা থাকা দরকার। এবং সেই অনুযায়ী কন্টেন্ট পোস্ট করতে হবে। অপ্রাসঙ্গিক পোস্টের এনগেজমেন্ট খুব একটা বেশি হবে না।

​পোস্টের সময়

সঠিক সময়ে ফেসবুকের কন্টেন্ট পোস্ট করুন। ফেসবুকে কোন সময় বেশি সংখ্যক ব্যবহারকারী অন থাকে এবং কোনও নির্দিষ্ট পেজের ফলোয়াররা কোন সময় ফেসবুক ব্যবহার করেন সেবিষয়ে ধারণা থাকা দরকার। 

বিভিন্ন ওয়েবসাইট রয়েছে যেখানে কোন দিন এবং কোন সময় ফেসবুকে সব থেকে বেশি অ্যাক্টিভিটি হয় তা প্রকাশ করে। সেই সব ওয়েবসাইটের সাহায্য নিতে পারেন।

ছবির ব্যবহার

সবসময় কোনও টেক্সট পোস্টের ক্ষেত্রে ছবি ব্যবহার করতে পারেন। যে সংক্রান্ত টেক্সট আপলোড করছেন সেই সংক্রান্ত কোনও ছবিও আপলোড করুন। সম্ভব হলে কোনও গ্রাফিক্স ব্যবহার করতে পারেন।

facebook​ভিডিও কন্টেন্ট পোস্ট

ফেসবুক ব্যবহারকারীদের ৪৬ শতাংশ বেশিরভাগ সময়ই ভিডিও দেখেন। ফলে ভিডিও কন্টেন্ট আপলোড করলে তার এনগেজমেন্ট বেশি হওয়ার সম্ভাবনা স্বাভাবিকভাবেই বেশি হয়।

​মিম পোস্ট

বিভিন্ন সময় মিম পোস্ট করতে পারেন। কারণ অনেকেই মিম পোস্ট দেখতে পছন্দ করেন এবং অন্যকে তা ফরওয়ার্ডও করেন। ফলে মিম পোস্ট করলে তার এনগেজমেন্ট বেশি হওয়ার সম্ভাবনা বেশি থাকে।

​কমেন্টের সঙ্গে ইন্টাব়্যাক্ট বাড়ান

কোনও পোস্টের কমেন্টের সঙ্গে সংযোগ স্থাপন করুন। কমেন্টগুলো লাইক করতে পারেন। অথবা কমেন্টের কোনও রিপ্লাই করতে পারেন। এতে এনগেজমেন্ট বাড়ে।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর