মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

স্মার্টফোনে রয়েছে এই ১০ এআই ফিচার, যা অনেকেরই অজানা

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ১৩ মার্চ ২০২৪, ০৩:২৩ পিএম

শেয়ার করুন:

ai feature

অ্যানড্রয়েড স্মার্টফোনেও রয়েছে একাধিক এআই ফিচার। যা কাজে লাগিয়ে নিজের কাজ আরও কম সময়ে মিটিয়ে ফেলতে পারবেন। কিন্তু, কোথায় এই সুবিধাগুলো রয়েছে তা বহু মানুষই জানেন না। যে কারণে দারুণ সব প্রযুক্তি থেকে বঞ্চিত থাকেন তারা। চলুন দেরি না করে সেই ১০ এআই ফিচার সম্পর্কে জেনে নেওয়া যাক।

অ্যানড্রয়েড ফোনে সেরা ১০ এআই ফিচার


বিজ্ঞাপন


কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে জোর চর্চা বিশ্বজুড়ে। কিন্তু, এই অত্যাধুনিক প্রযুক্তি অনেকদিন আগেই আপনার অ্যান্ড্রয়েড স্মার্টফোনে উপলব্ধ। সেই খবর জানেন খুব কম মানুষই। নিত্য দিনে যে অ্যাপগুলি ব্যবহার করেন সেখানেই রয়েছে এই কৃত্রিম বুদ্ধিমত্তা। যা কাজে লাগিয়ে আপনার দরকারি কাজ আরও কম সময়ে এবং নতুন উপায়ে মিটিয়ে ফেলতে পারবেন।

ai-2

হেল্প মি রাইট

গুগলের এআই পরিচালিত টুল হেল্প মি রাইট যা জিমেইলে ব্যবহার করতে পারবেন। এটি কাজে লাগিয়ে প্রফেশনাল মেইল থেকে সাধারণ মেইলও লিখতে পারবেন। সময় বাঁচিয়ে দ্রুত মেইল পাঠানোর ক্ষেত্রে বেশ কার্যকরী ফিচার হেল্প মি রাইট।


বিজ্ঞাপন


ম্যাজিক এডিটর

অ্যান্ড্রয়েড ফোনে অন্যতম জনপ্রিয় অ্যাপ গুগল ফটোস। সেখানেই একটি এআই ফিচারের নাম ম্যাজিক এডিটর। যার মাধ্যমে ছবির নির্দিষ্ট কিছু অংশ যেমন ব্যাকগ্রাউন্ড, আকাশ ইত্যাদি এডিট করতে পারবেন। তবে এই ফিচার বর্তমানে গুগল পিক্সেল স্মার্টফোনে উপলব্ধ।

গুগল জেমিনি

সদ্য নতুন এআই চালিত চ্যাটবট এনেছে গুগল। যার নাম জেমিনি। গুগল অ্যাসিস্ট্যান্টকে প্রতিস্থাপন করেছে এই প্রযুক্তি। এখানে আপনি একাধিক প্রশ্নের উত্তর পাবেন, বিভিন্ন জটিল টাস্ক করতে পারবেন। আপনার জন্য মেইল ড্রাফট করা থেকে ট্রাভেল প্ল্যান তৈরি করে দেওয়া একাধিক কাজ করতে পারে গুগল জেমিনি।

ai

বেস্ট টেক

এটিও গুগল পিক্সেল স্মার্টফোনে পাবেন, এই ফিচারের মাধ্যমে সঠিক অ্যাঙ্গেল ও পোজ দিয়ে ছবি ক্লিক করতে পারবেন। গ্রুপ ছবি তোলার সময় দারুণ কাজে আসতে পারে বেস্ট টেক ফিচার।

অ্যানড্রয়েড অটো মেসেঞ্জার

কিছুদিন আগেই অ্যানড্রয়েড অটো নিয়ে এসেছে গুগল, যার মাধ্যমে গাড়ির সঙ্গে স্মার্টফোন কানেক্ট করতে পারবেন আপনি। এই ফিচার অটোমেটিক লম্বা মেসেজে এবং গ্রুপ চ্যাটের বার্তাগুলিকে সংক্ষিপ্ত করে আপনার সামনে তুলে ধরবে। যাতে আপনি নিরাপদে ড্রাইভিং করতে পারেন।

ফটো স্ট্যাক ও স্ক্রিনশট অর্গানাইজার

এআইয়ের মাধ্যমে ফোনের সমস্ত ছবি এবং স্ক্রিনশট সঠিক ভাবে গুছিয়ে অর্গানাইজ করে রাখবে এই ফিচার। এটি তাদের কাজে আসবে যাদের ফোনের গ্যালারি অগোছালো হয়ে রয়েছে।

গুগল লুকআউট ইমেজ Q&A

যারা দেখতে পান না বা চোখের দৃষ্টি কম তাদের জন্য এআই চালিত গুগলের ফিচার। এর মাধ্যমে কম দৃষ্টিতে বুঝতে পারবেন গ্রুপ চ্যাট, মেসেজ ইত্যাদি। এখানে ভয়েস প্রম্পট দিয়ে প্রশ্নও করতে পারেন।

ai-tools

গুগল লেন্স টকব্যাক ও মাল্টিসার্চ

জেনারেটিভ এআইয়ের মাধ্যমে এবার ছবি দিয়ে আরও ভালো ভাবে গুগল সার্চ রেজাল্ট পাওয়া যাবে। গুগল লেন্স এবং মাল্টিসার্চের সিস্টেম আরও উন্নত করেছে সংস্থা।

গুগল ম্যাপস এআই ও জেমিনি

এআইয়ের মাধ্যমে গুগল ম্যাপে নেভিগেশন করতে পারবেন। রেস্তোরাঁ, শপিং মল বা কোনও ঠিকানা দ্রুত খুঁজে দেবে এআই। ম্যাপের পাশাপাশি গুগল জেমিনিতে আলাদা ওয়ার্কস্পেসও এনেছে সংস্থা এখানে কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে একাধিক প্রফেশনাল কাজ করতে পারবেন।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর