মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

Oppo F25 Pro

সুপারফাস্ট চার্জিং প্রযুক্তির ফোন আনছে অপো

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:২৩ এএম

শেয়ার করুন:

oppo

চীনের হ্যান্ডসেট নির্মাতা প্রতিষ্ঠান অপো সুপারফাস্ট চার্জিং প্রযুক্তির ফোন আনছে। মডেল অপো এফ২৫ প্রো। দুরন্ত ক্যামেরা এবং ফিচার্স নিয়ে বাজারে আসতে চলেছে এই ৫জি স্মার্টফোন। ৬৪ মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা পাওয়া যাবে। সঙ্গে মিলবে ৬৭ ওয়াটের ফাস্ট চার্জিং ক্যাপাসিটি।

৬.৭ ইঞ্চি ডিসপ্লের সঙ্গে আসতে চলেছে এই স্মার্টফোন, মিলবে ওলিড ডিসপ্লে। এতে ১২০ হার্জ রিফ্রেশ রেট মিলবে। স্মার্টফোনটি চলবে অ্যানড্রয়েড১৪ অপারেটিং সিস্টেম। যেহেতু ফ্ল্যাগশিপ স্মার্টফোন তাই এতে দেওয়া হয়েছে হাই-এন্ড মিডিয়াটেক ডায়মেনসিটি ৭০৫০ প্রসেসর।


বিজ্ঞাপন


oppo1

আরও পড়ুন: ফোনে তোলা পুরনো ছবি কবে-কোথায় তুলেছিলেন ভুলে গেছেন?

স্মার্টফোনে সর্বোচ্চ ৮ জিবি র‌্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ থাকছে। মেমোরি ফিউশনের মাধ্যমে র‌্যাম আরও ৮ জিবি বাড়ানো যাবে। এই ধরনের স্মার্টফোনে বরাবরই মুল আকর্ষণ থাকে ক্যামেরা। এক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি।

oppo2


বিজ্ঞাপন


ফোনের ব্যাক প্যানেলে মিলবে ৬৪ মেগাপিক্সেল ওমনিভিশন ক্যামেরা সঙ্গে ৮ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড লেন্স এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর। সামনে সেলফির জন্য থাকছে ৩২ মেগাপিক্সেল সনি আইএমএক্স ৬১৫ সেন্সর। এই ক্যামেরাতে এআই ফিচার পাওয়া যাবে বলে জানিয়েছে অপো।

স্মার্টফোনে ব্যাটারি ক্যাপাসিটি মিলবে ৫০০০ এমএএইচ। এই ব্যাটারি চার্জ দেওয়ার জন্য থাকছে ৬৭ ওয়াটের ফাস্ট চার্জিং। আইপি ৬৫ রেটিংয়ের সঙ্গে আসতে চলেছে এই স্মার্টফোন। থাকবে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং এনএফসি সাপোর্ট। ফোনের সামনে মিলবে পাঞ্চ হোল কাটআউট। বক্সি ডিজাইনের সঙ্গে আসতে চলেছে অপো এফ২৫ প্রো। 

ফোনটি বাজারে আসলে এর দাম হবে ৩০ থেকে ৪০ হাজার টাকার মধ্যে। 

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর