বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

১৬ জিবি র‌্যামের এই ফোন চার্জ হবে দ্রুত

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ২৯ জানুয়ারি ২০২৪, ১২:৪৫ পিএম

শেয়ার করুন:

SMARTPHONE

বাজারে এলো ১৬ জিবি র‌্যামের ফাস্ট চার্জিং স্মার্টফোন। এই ফোন এনেছে আইকিওও। মডেল আইকিওও ১১ ৫জি। ফোনটিতে ১২০ ওয়াটের ফাস্ট চার্জিং টেকনোলজি দেওয়া হয়েছে। 

অধিক র‌্যাম থাকায় এই ফোন গেমিংয়ের জন্য দুর্দান্ত। ভিডিও স্ট্রিমও করা যাবে মসৃণভাবে। কোম্পানি দাবি করছে যারা এইচডি ভিডিও স্ট্রিম করেন তাদের জন্য এই ফোন উপযুক্ত।


বিজ্ঞাপন


আরও পড়ুন: শাওমি দেশের বাজারে আনল রেডমি নোট ১৩ 

১৬ জিবি ব়্যামের এই ফোনে ২৫৬ জিবি ইন্টার্নাল স্টোরেজ পাওয়া যাবে। দারুণ ডিজাইনের পাশাপাশি এতে রয়েছে শক্তিশালী প্রসেসরও।

VIVO

নতুন এই ফোনে রয়েছে ৬.৭৮ ইঞ্চির ডিসপ্লে। এই ডিসপ্লেতে স্যামসাং ই৬ অ্যামোলিড প্যানেল রয়েছে। যার রিফ্রেশ রেট ১৪৪ হার্জ। এই ডিসপ্লে সুরক্ষিত রাখার জন্য মিলবে কর্নিং গরিলা গ্লাস। 


বিজ্ঞাপন


স্মার্টফোনটির প্রসেসর রয়েছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ জেনারেশন ২ চিপসেট। ক্যামেরার জন্য ফোনের ব্যাক প্যানেলে রয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। মিলবে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড লেন্স এবং ১২ মেগাপিক্সেল টেলিফটো সেন্সর। ফোনের সামনে রয়েছে ১৬ মেগাপিক্সেল ক্যামেরা।

vivo2

ব্যাটারি ক্যাপাসিটি মিলবে ৫০০০ এমএএইচ। সঙ্গে ১২০ ওয়াটের ফাস্ট চার্জিং। কোম্পানির দাবি অনুযায়ী, এই ফোনের ব্যাটারি ৫০ শতাংশ চার্জ হতে সময় নেয় ৮ মিনিট এবং ১০০ শতাংশ চার্জ হতে সময় নেয় ২৫ মিনিট।

অপারেটিং সিস্টেম রয়েছে অ্যানড্রয়েড ১৩। কানেক্টিভিটির ক্ষেত্রে মিলবে ইউএসবি টাইপ সি, ৫জি, ৪জি এলটিই, ৩.৫ মিলিলিমিটার অডিও জ্যাক, ডুয়াল ন্যানো সিম ইত্যাদি। ফোনে মিলবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ওজন রয়েছে ২১০ গ্রাম।

vivo3tete

ফোনের বক্সের সঙ্গে মিলবে হ্যান্ডসেট, চার্জার, কেস, টাইপ সি কেবিল এবং ইয়ারফোন জ্যাক অ্যাডাপটার।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর