রোববার, ১১ জানুয়ারি, ২০২৬, ঢাকা

কিউডি ব্র্যান্ডের নতুন ওয়াইফাই রাইটার এলো

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ২৫ জানুয়ারি ২০২৪, ০২:৩৪ পিএম

শেয়ার করুন:

কিউডি ব্র্যান্ডের নতুন ওয়াইফাই রাইটার এলো

দেশের বাজারে এলো কিউডি ব্র্যান্ডের নতুন ইন্টারনেট রাউটার। মডেল ডব্লিউ১৫০০। জনপ্রিয়তায় এগিয়ে থাকা এই প্রতিষ্ঠানটি নেটওয়ার্ক পণ্য তৈরি করে ইতিমধ্যে সুনাম কুড়িয়েছে। নতুন রাউটারে ‘বিমফরমিং’ প্রযুক্তি ব্যবহৃত হয়েছে। এটি ওয়াইফাই ৬ এএক্স১৫০০ প্রযুক্তির ডুয়াল ব্যান্ড রাউটার।

বিমফর্মিং হল রাউটারের এমন একটি প্রযুক্তি যা আপনার ডিভাইসের স্থানকে ফোকাস করে ওয়্যারলেস সংযোগের গুণগতমান এবং কর্মক্ষমতা উন্নত করে।


বিজ্ঞাপন


এই রাউটারটিতে রয়েছে ৫ গিগাহার্জ ব্যান্ডে ১২০১ এমবিপিএস এবং ২.৪ গিগাহার্জ ব্যান্ডে ৩০০ এমবিপিএস পর্যন্ত ডেটা স্পিড। এই রাউটার সুইফট এবং ল্যাগ-ফ্রি স্ট্রিমিং, গেমিং এবং ব্রাউজিং অভিজ্ঞতা নিশ্চিত করে ডেটা-ইনটেনসিভ অ্যাপ্লিকেশনগুলোর চাহিদা পূরণ করে৷ 

Cudy_WR_1500

এই রাউটারটিতে রয়েছে ১ গিগাহার্জের রিয়েলটেটের হাই ইনটিগ্রেটেড চিপসেট। যাতে রয়েছে ওএফডিএমএ, বিমফর্মিং এবং এমইউ-এমআইএমও-এর মত অত্যাধুনিক ফিচারস। এছাড়াও এই রাউটারটি ২০টিরও বেশি ওয়্যারলেস ডিভাইস (মোবাইলফোন, ল্যাপটপ, পিসি,টিভি বক্স, স্মার্ট টিভি, ইত্যাদি) একসাথে ব্যবহারের সক্ষমতা রাখে। 

কিউডি ডব্লিউআর১৫০০ রাউটারটি মেশ সাপোর্টটেড, তাই কিউডির  অন্যান্য যেকোনো  মেশ সাপোর্টটেড  ডিভাইসের সঙ্গে মেশ নেটওয়ার্ক তৈরি করতে সক্ষম। এতে রয়েছে শক্তিশালী ৪টি ৫ডিবিআই (ওমনি-ডিরেকশনাল) অ্যান্টেনা, যা প্রায় ২৫০০ স্কয়ার ফিট এরিয়া ওয়াই-ফাই  কাভারেজ দিতে সক্ষম। সুতরাং আপনার অফিস এবং বাসাবাড়ির ওয়াই-ফাই সল্যুশনের জন্য এই রাউটারটি হতে পারে দারুণ সমাধান।


বিজ্ঞাপন


এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর