শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

অনলাইনে পাইকারি দামে পণ্য বিক্রি করছে ‘পাইকারি সেল’

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ২৪ জানুয়ারি ২০২৪, ০৪:৩০ পিএম

শেয়ার করুন:

অনলাইনে পাইকারি দামে পণ্য বিক্রি করছে ‘পাইকারি সেল’

আপনি যদি গ্রামে বসবাস করেন তাহলে আপনিও হতে পারবেন একজন উদ্যোক্তা। এজন্য খুব বেশি বিনিয়োগেরও প্রয়োজন নেই। পাইকারি সেলের ডিলার হয়ে স্থানীয় দোকানগুলোতে তাদের প্রয়োজনীয় পণ্য সরবরাহ করে নিজেকে ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠিত হতে পারবেন। 

গ্রামীণ পর্যায়ে উদ্যোক্তা তৈরিতে এমনই উদ্যোগ নিয়েছেন তিন তরুণ। এরা হলেন-মাহমুদ উল্লাহ, শাকিল জামান এবং তৌহিদুল হক। তারা অনলাইনে পাইকারিতে বিভিন্ন পণ্য বিক্রি করছে। 


বিজ্ঞাপন


আরও পড়ুন: গিজারের দিন শেষ! এই বালতিতেই গরম হবে পানি

এই তিন তরুণের ভাষ্য, দেশের প্রত্যন্ত অঞ্চলের ক্ষুদ্র ব্যবসায়ীরা তাদের দোকানের জন্য পণ্য ঢাকায় আসেন। এই যাওয়া-আসায় এক দিকে যেমন সময় ব্যয় করতে হয়। অন্য দিকে পণ্য পরিবহনেও বাড়তি খরচ বহন করতে হয়। অথচ পাইকারি সেলের মাধ্যমে ঘরে বসে পণ্য কেনে হাতেই ডেলিভারি নেওয়া যাবে। এতে পরিবহন খরচ ও সময় বাঁচবে। 

sell

অনলাইনে পাইকারি পণ্যের প্ল্যাটফর্ম পাইকারি সেল ক্ষুদ্র শিল্পজাত পণ্য নিয়ে পাইকারি স্তরে কাজ করছে।  


বিজ্ঞাপন


পাইকারি সেল ক্ষুদ্র ব্যবসায়ীদের সাপোর্ট দেয়ার জন্য ডিলার অপশন চালু করেছে। এতে একজন ডিলার পাইকারি সেলের হয়ে সেই দোকানদারদের কাছে নিজের স্মার্টফোনের মাধ্যমে পণ্য দেখিয়ে অর্ডার নেন ও পণ্য ডেলিভারি দেন। এতে প্রান্তিক পর্যায়ের একজন দোকানদার ডিলারদের মাধ্যমে সরাসরি পাইকারি পণ্যের কাস্টমার সাপোর্ট পাচ্ছেন। 

উদ্যোক্তারা জানান, বর্তমান সময়ে অনলাইন ব্যবসাকে গ্রাহকরা বিশ্বাস করতে চান না। সেক্ষেত্রে ডিলার পলিসির মাধম্যে দোকানদারদের কোনো সমস্যা হলে ডিলারদের কাছ থেকেই সমাধান পাচ্ছেন। এতে বিশ্বাস ও কাস্টমার সাপোর্ট নিশ্চিত হচ্ছে। এতে ডিলাররাও একটি কমিশন পাচ্ছেন। ফলে একইসঙ্গে দোকানদার  ও ডিলারগণ দুজনই লাভবান হচ্ছেন। 

99b797d6-9a42-4c6c-92f7-a87dd4ed9a70

বর্তমানে প্রতিষ্ঠানটি দেশজুড়ে ৬৪ জনকে নিয়ে ডিলার নেটওয়ার্ক তৈরি করে। কাস্টমারদের সেবা দিয়ে আসছে। ডিলারদের সংখ্যা আরও বাড়ছে।

পাইকারি সেলের ডিলাররা কেবল পণ্য সরবরাহ করেন না, তারা তাদের নির্ধারিত এলাকায় পাইকারি সেলের একজন ট্রেড পার্টনার হিসেবে ব্যাবসায়িক সম্প্রসারণ নিয়েও কাজ করছেন। এই কাঠামো শুধুমাত্র একজন উদ্যোক্তাকে উৎসাহিত করে না, বরং দেশের বিভিন্ন অঞ্চলের ছোট খুচরা বিক্রেতা ব্যবসায়ীদের অনলাইনের মাধ্যমে নির্ভরযোগ্যভাবে ও সুলভ মূল্যে পাইকারি ক্রয়ের সুবিধা নিশ্চিত করছে। এবং সম্পূর্ণ প্রক্রিয়াটিই অটোমেটিক ও স্বচ্ছ। 

পাইকারিসেল বিভিন্ন ছোট কারখানার সাথে ঘনিষ্ঠভাবে কাজ করে এবং স্থানীয় পণ্যকে বিপণন করার কাজে তাদের সাহায্য করে। 

পাইকারি সেল কৃষি মেশিনারিজ, গোখাদ্য, পোলট্রি খাবার, অটো পাটর্সসহ আরো বিভিন্ন ধরনের পণ্য ক্যাটাগরি ভবিষ্যতে নিয়ে আসবে। যা দেশের প্রান্তিক পর্যায়ের মানুষের জীবন যাত্রার মানকে আরো সহজ হতে সহযোগীতা করবে। 

পাইকারিসেল ডটকমের দৃষ্টি বাণিজ্যের বাইরেও প্রসারিত। তাদের লক্ষ্য সাধারণ মানুষের দোরগোড়ায় প্রয়োজনীয় পণ্যগুলো নিয়ে আসা, বিশেষ করে প্রত্যন্ত এবং গ্রামীণ অঞ্চলে, যাদের এসব পণ্য ক্রয় করতে দীর্ঘ দূরত্ব ভ্রমণ করতে হয়।

বিস্তারিত জানতে ভিজিট করুন এই লিংকে

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর