রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ব্লুটুথের মাধ্যমে হোয়াটসঅ্যাপে ফাইল শেয়ার করা যাবে

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ২৩ জানুয়ারি ২০২৪, ১১:২১ এএম

শেয়ার করুন:

whatsapp

ফোন থেকে ফোনে ফাইল ট্রান্সফারের জন্য নতুন ফিচার আনছে মেটার মালিকানাধীন হোয়াটসঅ্যাপ। নতুন ফিচারের মাধ্যমে এক নিমিষেই এক ডিভাইস থেকে অন্য ডিভাইস থেকে পাঠাতে পারবেন ফাইল। ব্লুটুথের সাহায্য এই ফিচার রোল আউট করবে মেসেজিং অ্যাপ। আশেপাশে যারা থাকবেন তাদের সঙ্গে বড় বড় ফাইল ট্রান্সফার করতে পারবেন। অনেকটা অ্যানড্রয়েড ডিভাইসের নিয়ারবাই শেয়ার ফিচারের মতো। তবে ইউজারের ডেটা থাকবে সম্পূর্ণ সুরক্ষিত।

হোয়াটসঅ্যাপে আসছে নয়া ফাইল শেয়ারিং ফিচার


বিজ্ঞাপন


আরও এক নতুন ফিচার নিয়ে আসতে চলেছে হোয়াটসঅ্যাপ। বিশ্বব্যাপী এই অ্যাপের জনপ্রিয়তা দেখার মতো। ইনস্ট্যান্ট মেসেজিংয়ের পাশাপাশি ফাইল ট্রান্সফারের ক্ষেত্রেও বড় ভূমিকা রাখে হোয়াটসঅ্যাপ। এবার সেখানেই আসছে দারুণ একটি বৈশিষ্ট্য। যার মাধ্যমে আপনার আশেপাশে যারা থাকবে তাদেরকে ফাইল শেয়ার করতে পারবেন।

আরও পড়ুন: হোয়াটসঅ্যাপ ব্যবহারে গুণতে হবে অর্থ

ব্লুটুথের মাধ্যমে কাজ করবে ফিচারটি, সাধারণত হোয়াটসঅ্যাপে বড় ফাইল পাঠানোর ক্ষেত্রে একাধিক অসুবিধার মুখে পড়তে হয় ইউজারদের। সেই ফাইল অন্য জনের কাছে অনেক সময় লেগে যায়। এবার তার সমাধান খুঁজে বের করেছে হোয়াটসঅ্যাপ। সম্প্রতি সেই ফিচারের ইঙ্গিত দিয়েছে হোয়াটসঅ্যাপ বেটা ইনফো।

হোয়াটসঅ্যাপের নতুন ফিচার কী?


বিজ্ঞাপন


টেক রিপোর্ট থেকে জানা গিয়েছে, এই ফিচারের মাধ্যমে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা আশেপাশে থাকা অন্য হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীকে সহজেই সেই ফাইল পাঠাতে পারবেন। এর জন্য ‘পিপল নিয়ারবাই’ নামের একটি অপশন আসছে অ্যাপে।

ব্লুটুথ অন করে পিপল নিয়ারবাই ফিচারে ফাইল পাঠাতে পারবেন। অপর ব্যক্তিকে শুধু একসেপ্ট করতে হবে। তাহলে ফটাফট ট্রান্সফার হয়ে যাবে সেই ফাইল, আর এই ফিচার থাকবে সম্পূর্ণ এন্ড-টু-এনক্রিপ্টেড। অর্থাৎ ব্যবহারকারীর তথ্য সুরক্ষিত রেখেই ফিচারটি কাজ করবে।

অ্যাপেল এয়ারড্রপ এবং অ্যানড্রয়েড নিয়ারবাই শেয়ার ফিচারের মতো কাজ করবে পিপল নিয়ারবাই। তবে এখনই সেই সুবিধা পাওয়া যাবে না। বর্তমানে ফিচারটি পরীক্ষাধীন রয়েছে। ফিচারটি রোল আউট শুরু হলে হোয়াটসঅ্যাপ আপডেট করলেই দেখতে পাবেন।

shareing

কীভাবে কাজ করবে?

এই ফিচার তখনই কাজ করবে যখন সেন্ডার এবং রিসিভার দুইজন ফিচারটি অন রাখবেন। সেন্ড করার সময় পিপল নিয়ারবাই ফিচার অন করে শেয়ার করতে হবে। তারপর রিসিভারের কাছে একটি রিকোয়েস্ট যাবে। সেটি একসেপ্ট করলে ফাইল ট্রান্সফার শুরু হয়ে যাবে।

এখনও ফাইল ট্রান্সফার করা যায় হোয়াটসঅ্যাপে, তবে তাতে বেশ সময় লাগে। এই ফিচারের মাধ্যমে একবারে ২ জিবি ডেটার ফাইল পাঠাতে পারবেন। পিপল নিয়ারবাই ফিচারে আর কী কী সুবিধা পাওয়া যাবে তা শিগগিরই পাওয়া যাবে।

গত কয়েক মাসে হোয়াটসঅ্যাপে একাধিক নতুন ফিচার যোগ হয়েছে। ২০২৪ সাল এই ফাইল ট্রান্সফর শেয়ার ফিচার দিয়েই শুরু করতে চলেছে হোয়াটসঅ্যাপ। পরীক্ষা শেষ হয়ে গেলে দ্রুত ফিচারটি ব্যবহারকারীদের ফোনে রোল আউট হওয়া শুরু করবে।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর