শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ঢাকা

বিদ্যুৎ চমকালে কি স্মার্টফোন বন্ধ করা উচিত?

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ০২ মে ২০২২, ১২:২৭ পিএম

শেয়ার করুন:

বিদ্যুৎ চমকালে কি স্মার্টফোন বন্ধ করা উচিত?

সময়টা ঝড়-বৃষ্টির। কয়েকদিন পরপরই উঠছে কালবৈশাখী ঝড়। তখন আকাশে বিদ্যুৎ চমকায়। বজ্রপাত হয়। বজ্রপাত এড়াতে অনেকেই টেলিভিশন, টেলিফোনের তার খুলে রাখেন। অফ করে রাখেন, ফ্রিজ ও এয়ারকন্ডিশনের মতো বৈদ্যুতিক যন্ত্রপাতি। একই নিয়ম কি স্মার্টফোনের ক্ষেত্রে খাটে? আকাশে বিদ্যুৎ চমকালে কিংবা বজ্রপাত হলে কি ফোন বন্ধ করে রাখা উচিত?

বিশেষজ্ঞরা জানিয়েছেন, যদি সুরক্ষার প্রশ্ন আসে, তাহলে অবশ্যই উত্তর হবে, হ্যাঁ। বিদ্যুৎ চমকালে বা বাজ পড়লে সঙ্গে সঙ্গে স্মার্টফোন বন্ধ করে দেওয়া দরকার। কারণ, স্মার্টফোনের মাধ্যমে অনেক সময়ই তড়িতাহত হওয়ার সম্ভাবনা থাকে।


বিজ্ঞাপন


প্রথমেই মোবাইলের ইন্টারনেট কানেকশন বন্ধ করে দেওয়ার পারমর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। খুব বেশি বিদ্যুৎ চমকালে বা বাজ পরার পরিস্থিতি তৈরি হলে সঙ্গে সঙ্গে বন্ধ করে দেওয়া উচিত মোবাইল ফোনটিকে। তাতে ফোনটিও সুরক্ষিত থাকবে। নিরাপদে থাকবেন আপনিও।

lightবিদ্যুৎ চমকালে করণীয়

১. রাস্তাঘাটে একেবারেই থাকা উচিত নয়। যেকোনও নিরাপদ জায়গায় চলে যেতে হবে।
২. সানশেড কিংবা জানালার পাশে একেবারেই থাকা সঠিক নয়।
৩. পানির সঙ্গে কোনওরকম স্পর্শ যেন না থাকে। গোসল করা, বাসন মাজা, কাপড় কাচা একেবারেই করা যাবে না।
৪. যেকোনও বৈদ্যুতিক যন্ত্রের থেকে দূরে থাকতে হবে।
৫. ল্যান্ডফোন ব্যবহারের পরিবর্তে প্রয়োজন মোবাইল ফোন ব্যবহার করা যেতে পারে।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর