শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ক্ষতিকর ৯ অ্যাপস সরালো গুগল, আপনার ফোনে নেই তো?

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ১৬ জানুয়ারি ২০২৪, ০২:৪৯ পিএম

শেয়ার করুন:

ক্ষতিকর ৯ অ্যাপস সরালো গুগল, আপনার ফোনে নেই তো?

প্লে স্টোর থেকে গুগল ক্ষতিকর নয়টি অ্যাপস ডিলিট করেছে।  এগুলো ক্রিপ্টো অ্যাপস। আপনার ফোনে ক্রিপ্টো অ্যাপ ব্যবহার করেন, তাহলে এখনই ফোন থেকে এই অ্যাপসগুলো ডিলিট করে ফেলুন। 

আরও পড়ুন: ইন্টারনেট ছাড়াই গুগল ম্যাপ ব্যবহারের উপায়


বিজ্ঞাপন


ক্রিপ্টোকারেন্সি কী?

ক্রিপ্টোকারেন্সি হল একটি ডিজিটাল পেমেন্ট সিস্টেম। যেখানে ব্যাংক ট্রানজেকশন ভেরিফাই করে না। এটি একটি পিয়ার-টু-পিয়ার সিস্টেম, যার মাধ্যমে ইউজাররা যে কোনও সময় যে কাউকে পেমেন্ট করতে পারে।

BEAT-COIN

গুগল যেসব অ্যাপস ডিলিট করেছে


বিজ্ঞাপন


বিনান্স (Binance)
কুকয়েন (Kucoin)
হুওবি (Huobi)
ক্রাকেন (Kraken)
Gate.io
বিট্রেক্স (Bittrex)
বিটস্ট্যাম্প (Bitstamp)
MEXC গ্লোবাল (MEXC Global)
বিটফেনেক্স (Bitfenex)

app

অ্যান্টি-মানি লন্ডারিং রেগুলেশন লঙ্ঘনের জন্য এই অ্যাপসগুলো ডিলিট করেছে গুগল। এসব অ্যাপসের বিরুদ্ধে আরও অভিযোগ, এগুলো গ্রাহকদের তথ্য চুরি করে। এমনকি ফোন হ্যাকও করতে পারে। তাই আপনার ফোনেও যদি এই নয়টি অ্যাপসের মধ্যে একটিও থাকে তবে এখনই আনইনস্টল করুন। 

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর