শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

আসুস নতুন গেমিং ফোন আনল

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ০৭ জানুয়ারি ২০২৪, ১১:০৩ এএম

শেয়ার করুন:

asus

আসুস নতুন গেমিং ফোন আনল। মডেল আসুস আরওজি রোগ ফোন ৮। টপ ক্লাস প্রসেসর ও ডিসপ্লে রয়েছে এই ফোনে। এই সিরিজে একটি প্রো মডেলও পাওয়া যাবে। কোম্পানির দাবি, আগের সিরিজের থেকে এতে আরও পাতলা বেজেল রাখা হয়েছে। মিলবে ২৪ জিবি ব়্যাম এবং ১ টেরাবাইট ইন্টার্নাল স্টোরেজ।

আরও পড়ুন: আঙুলের থেকেও ছোট এই ফোন


বিজ্ঞাপন


আগের সিরিজের থেকে আরও অ্যাডভান্স ফিচারসহ বাজারে আসছে দুর্দান্ত স্মার্টফোন। পাতলা বেজেল, দারুণ গেমিং সেটআপ । কোম্পানির গেমিং ফোন লাইনআপে এটি লেটেস্ট ফ্ল্যাগশিপ হ্যান্ডসেট।

asus-2

ইতিমধ্যে এক্স হ্যান্ডেলে পোস্ট করে স্মার্টফোন লঞ্চ করার কথা জানিয়েছে আসুস। কনজিউমার ইলেকট্রনিক্স শোতে স্মার্টফোনটি লঞ্চ করবে কোম্পানি। সেইদিনই জানা যাবে দাম। দাম না গেলেও লঞ্চের তারিখ যত এগিয়ে আসছে ততই ফিচার্স এবং স্পেসিফিকেশন সংক্রান্ত তথ্য সামনে আসছে।

দুইটি ভ্যারিয়েন্ট থাকবে এই সিরিজে। আশা করা হচ্ছে, দুই মডেলেই পাওয়া যাবে লেটেস্ট অ্যানড্রয়েড ১৪ অপারেটিং সিস্টেম। মিলবে ৬.৭৮ ইঞ্চি ফুল এইচডি প্লাস অ্যামোলিড ডিসপ্লে সঙ্গে কর্নিং গরিলা গ্লাসের সুরক্ষা। প্রো মডেলে এইচডিআর ১০ সাপোর্ট এবং ১৬৫ গিগাহার্জ পর্যন্ত রিফ্রেস রেট পাওয়া যাবে।


বিজ্ঞাপন


aus

নন-প্রো স্মার্টফোনে ১২ জিবি ব়্যাম এবং ২৫৬ জিবি ইন্টার্নাল স্টোরেজ এবং প্রো স্মার্টফোনে ১৬ জিবি ও ২৪ জিবি ব়্যাম এবং ৫১২ জিবি ও  ১ টেরাবাইট ইন্টার্নাল স্টোরেজ থাকতে চলেছে। ব্যাটারির ক্ষেত্রে ৫৫০০ এমএএইচ ক্যাপাসিটি থাকতে পারে। এই পাওয়ারহাউস স্মার্টফোন দ্রুত চার্জ করার জন্য দেওয়া হবে কুইক চার্জ ৫.০ এবং পিডি চার্জিং।

স্মার্টফোনে ক্যামেরা থাকছে ব্যাকে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। ৫০ মেগাপিক্সেল সনি আইএমএক্স ৮৯০ প্রাইমারি সেন্সর, ১৩ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড লেন্স এবং ৩২ মেগাপিক্সেল টেলিফটো লেন্স। সামনে সেলফির জন্য ৩২ মেগাপিক্সেল ক্যামেরা।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর