রোববার, ১১ জানুয়ারি, ২০২৬, ঢাকা

অ্যাপল এয়ারপডস কি অ্যানড্রয়েড ফোনে সাপোর্ট করে?

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ০৪ জানুয়ারি ২০২৪, ১১:৩২ এএম

শেয়ার করুন:

অ্যাপল এয়ারপডস কি অ্যানড্রয়েড ফোনে সাপোর্ট করে?

অ্যাপলের তৈরি জনপ্রিয় ওয়্যারলেস হেডফোন এয়ারপডস। প্রিমিয়াম এই এয়ারফোন আইফোনের সঙ্গে কানেক্ট করে গান শোনা যায়। এমনকি অ্যাপলের কন্ঠস্বর নিয়ন্ত্রিত ভার্চুয়াল অ্যাসিসট্যান্ট সিরি ব্যবহার করা যায়।

আরও পড়ুন: গ্যালাক্সি এ০৫: টেকসই ফোন আনল স্যামসাং
 
কিছু মানুষের মনে একটি প্রশ্নও রয়েছে, অ্যানড্রয়েড ফোন বা কোনো ডিভাইসের জন্য অ্যাপল এয়ারপড ব্যবহার করতে পারে? অ্যানড্রয়েড ডিভাইসের সঙ্গে কানেক্ট করা যায়? চলুন এর উত্তর জেনে নেওয়া যাক।


বিজ্ঞাপন


অ্যানড্রয়েড ফোনে অ্যাপল এয়ারপডস সাপোর্ট করে? 

প্রথম এয়ারপডস ২০১৬ সালে বাজারে এসেছিল। এরপর থেকে আসা সমস্ত এয়ারপডস অ্যানড্রয়েড ডিভাইসের সঙ্গে কানেক্ট করা যেতে পারে। তবে এয়ারপডের সমস্ত ফাংশন অ্যানড্রয়েড ডিভাইসে কাজ করে না। যদি আপনি একটি নন-অ্যাপল ডিভাইসে শোনার সময় আপনার কান থেকে আপনার এয়ারপডগুলো সরিয়ে দেন, তাহলে গান নিজে থেকে থামবে না। 

pods

এছাড়া এয়ারপডসের ডবল-ট্যাপ শর্টকাট ফিচারও কাজ করবে না। অ্যাপলের মতে, আপনি অন্যান্য ব্লুটুথ ডিভাইসে কথা বলতে এবং শুনতে আপনার এয়ারপডস ব্যবহার করতে পারেন কিন্তু আপনি সিরি ব্যবহার করতে পারবেন না।


বিজ্ঞাপন


এয়ারপডস অ্যানড্রয়েড ফোনে কানেক্ট করার উপায়

অ্যানড্রয়েড ফোনে কানেক্ট করতে হলে কানেক্ট করতে এই পদক্ষেপগুলো অনুসরণ করুন।

apple

প্রথমে আপনার নন-অ্যাপল ডিভাইসে, নিশ্চিত করুন যে ব্লুটুথ চালু আছে। এর জন্য, অ্যানড্রয়েড ডিভাইসের সেটিংসে যান, তারপরে কানেকশন অপশনে যান এবং তারপরে ব্লুটুথ-এ ক্লিক করুন।

এয়ারপডস বা এয়ারপডস প্রো-এর চার্জিং কেসের ঢাকনা খুলুন, এরপরে প্রায় পাঁচ সেকেন্ড বা স্ট্যাটাস লাইট সাদা না হওয়া পর্যন্ত এয়ারপডস কেসের পেছনে সেটআপ বোতাম টিপুন এবং ধরে রাখুন।

এরপরে, যখন এয়ারপডগুলো আপনার ব্লুটুথ ডিভাইসগুলোর তালিকায় দেখাতে শুরু করবে, আপনি এটি সিলেক্ট করে এয়ারপডস কানেক্ট করতে পারবেন।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর