দেশের অন্যতম ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংক আইটি ম্যানেজমেন্ট কোম্পানি জেনেক্স ইনফোসিস লিমিটেডের সঙ্গে চুক্তি করেছে। এই চুক্তির আওতায় বাংলালিংকের কর্পোরেট গ্রাহকরা ফোরজি স্মার্টফোন কেনার ক্ষেত্রে ফ্লেক্সিবেল পেমেন্ট প্ল্যান, মূল্যছাড় ও ইএমআইসহ বিভিন্ন সুবিধা পাবেন।
চুক্তি অনুযায়ী, স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে জেনেক্স ইনফোসিস লিমিটেড বাংলালিংককে সহযোগিতা করবে। এর ফলে বাংলালিংকের কর্পোরেট গ্রাহকরা আরও সহজে স্মার্টফোন কিনে এর দ্রুততম ফোরজি ও বিভিন্ন ডিজিটাল সেবা উপভোগ করতে পারবেন।
বিজ্ঞাপন
বাংলালিংকের মার্কেটিং অপারেশন্স ডিরেক্টর মেহেদী আল আমীন বলেন, বাংলালিংক এখন দেশের সবচেয়ে দ্রুত গতির ফোরজি সেবা প্রদান করছে। আমাদের লক্ষ্য হল ফোরজির মাধ্যমে নিরবচ্ছিন্নভাবে গ্রাহকদেরকে ডিজিটাল অভিজ্ঞতা দিয়ে যাওয়া। আমাদের সম্মানিত বিটুবি এন্টারপ্রাইজ গ্রাহকদের স্মার্টফোনের চাহিদা পূরণের লক্ষ্যে জেনেক্সের সঙ্গে এই চুক্তি করতে পেরে আমরা আনন্দিত। এর ফলে আমরা তাদেরকে উন্নত মানের ফোরজি হ্যান্ডসেট দিয়ে বিভিন্ন ডিজিটাল সল্যুশন ব্যবহারের সুযোগ করে দিতে পারব।
জেনেক্স ইনফোসিস লিমিটেডের হেড অফ কর্পোরেট অ্যাফেয়ার্স অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন সালাহউদ্দিন নাসির বলেন, এই চুক্তির মাধ্যমে বাংলালিংকের সহযোগী হতে পেরে আমরা আনন্দিত। দ্রুততম ফোরজি নেটওয়ার্ক এবং বিভিন্ন ডিজিটাল সেবা নিয়ে বাংলালিংক দেশের ৪ কোটিরও বেশি গ্রাহকের পছন্দের ডিজিটাল অপারেটরে পরিণত হয়েছে। আমাদের এই চুক্তির ফলে বাংলালিংকের কর্পোরেট গ্রাহকরা তাদের সুবিধা অনুযায়ী পেমেন্ট মডালিটি বেছে নিয়ে স্মার্টফোন কিনতে পারবেন।
বাংলালিংকের কর্পোরেট অফিস টাইগার্স ডেনে সম্প্রতি এই চুক্তি হয়।
এজেড

