স্মার্টফোনসহ অন্যান্য গ্যাজেট এবং সামাজিক যোগাযোগ মাধ্যম সুরক্ষিত রাখতে পাসওয়ার্ডের বিকল্প নেই। ডেটা নিরাপদ রাখতে ভীষণ গুরুত্বপূর্ণ এই পাসওয়ার্ড। সাইবার প্রতারণা এড়াতে এই পাসওয়ার্ডই সুরক্ষিত রাখে মানুষজনের বহুমূল্য সম্পদ। সবসময় শক্তিশালী কঠিন পাসওয়ার্ড ব্যবহার করার পরামর্শ দিয়ে থাকেন বিশেষজ্ঞরা। কিন্তু, এমন অনেকেই আছেন, যারা দিনের পর দিন সহজ পাসওয়ার্ড ব্যবহার করে আসছেন। এর ফলে বিশ্বজুড়ে সাইবার প্রতারণার ঝুঁকি ক্রমশ বৃদ্ধি পাচ্ছে।
আরও পড়ুন: ফোনে ভাইরাস ঢুকেছে কিনা বোঝার উপায়
বিজ্ঞাপন
২০২৩ সালের বিপজ্জনক যত পাসওয়ার্ড
পাসওয়ার্ড শুধু ফোনের ডেটা নয়, পরিচয় নিরাপদ রাখতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর সেই পাসওয়ার্ড ব্যবহারের ক্ষেত্রে কিছু মানুষ সতর্ক থাকলেও, বহু মানুষ এখনও অসচেতন। যার ফলে দুর্বল পাসওয়ার্ড ব্যবহারের প্রবণতা বেড়েছে তাঁদের মধ্যে। ২০২৩ সালে কী ধরনের পাসওয়ার্ড মূলত ব্যবহার করছে মানুষজন তার উপর একটি রিপোর্ট প্রকাশ করেছে নর্ডপাস।
বিশ্বজুড়ে মানুষ কী পাসওয়ার্ড ব্যবহার করছে এবং সেটি ক্র্যাক করতে হ্যাকারদের কতক্ষণ সময় লাগতে পারে তার একটি রিপোর্ট প্রকাশ করেছে সংস্থা। চলুন দেখে নিই এই পাসওয়ার্ডগুলি কী এবং এর থেকে কী ভাবে নিজের পাসওয়ার্ড আরও শক্তিশালী এবং সংঘবদ্ধ করতে পারবেন ।
বিজ্ঞাপন
সবথেকে বেশি এই পাসওয়ার্ডগুলো ব্যবহার হচ্ছে -
পাসওয়ার্ড ক্র্যাক করতে সময় লাগবে হ্যাকারদের
123456 1 সেকেন্ডের মধ্যে
admin 1 সেকেন্ডের মধ্যে
12345678 1 সেকেন্ডের মধ্যে
123456789 1 সেকেন্ডের মধ্যে
1234 1 সেকেন্ডের মধ্যে
12345 1 সেকেন্ডের মধ্যে
password 1 সেকেন্ডের মধ্যে
123 1 সেকেন্ডের মধ্যে
Aa123456 1 সেকেন্ডের মধ্যে
1234567890 1 সেকেন্ডের মধ্যে
UNKNOWN 17 মিনিটের মধ্যে
1234567 1 সেকেন্ডের মধ্যে
123123 1 সেকেন্ডের মধ্যে
111111 1 সেকেন্ডের মধ্যে
Password 1 সেকেন্ডের মধ্যে
12345678910 1 সেকেন্ডের মধ্যে
000000 1 সেকেন্ডের মধ্যে
admin123 11 সেকেন্ড
******** 1 সেকেন্ড
user 1 সেকেন্ড
1111 1 সেকেন্ড
P@ssw0rd 1 সেকেন্ড
root 1 সেকেন্ড
654321 1 সেকেন্ড
qwerty 1 সেকেন্ড
Pass@123 5 মিনিট
****** 1 সেকেন্ডের মধ্যে
112233 1 সেকেন্ডের মধ্যে
102030 1 সেকেন্ডের মধ্যে
ubnt 1 সেকেন্ড
শক্তিশালী পাসওয়ার্ড তৈরির উপায়
উপরের তালিকায় মধ্যে যে পাসওয়ার্ডগুলি দেখছেন আর মধ্যে বেশিরভাগই 1 সেকেন্ডের মধ্যে হ্যাক করতে পারবে হ্যাকাররা। শুধু একটা পাসওয়ার্ডের ক্ষেত্রেই ১৭ মিনিট সময় লাগবে হ্যাক করতে। এক্ষেত্রে শক্তিশালী পাসওয়ার্ড তৈরি করার জন্য কয়েকটি টিপস মেনে চলতে পারেন।
যে অ্যাপ বা ওয়েবসাইটে লগ ইন করছেন তার নিয়ম যদি নুন্যতম ৮ ক্যারেক্টার হয়, তাহলে সেটি মেনে ছোট হাতের এবং বড় হাতের অক্ষর, সংখ্যা এবং স্পেশাল ক্যারেক্টারের মিশ্রণে একটি পাসওয়ার্ড তৈরি করা উচিত। এমন পাসওয়ার্ড যা জটিলও হবে না, আবার মনেও রাখা যাবে। শুধু সংখ্যা ও শব্দ মিলিত একটি সহজ পাসওয়ার্ড দেওয়া উচিত নয়।
এজেড