মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

প্রথমবার ল্যাপটপ কেনার আগে যেসব বিষয়ে জানা জরুরি

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ০৬ ডিসেম্বর ২০২৩, ০৯:১৯ এএম

শেয়ার করুন:

laptop

অনেকেই সাত-পাঁচ না ভেবে হুট করে ল্যাপটপ কেনেন। কেনার পর দেখেন তাদের চাহিদা মিটছে না। তখন টাকাটাই নষ্ট হয়। তাই ল্যাপটপ কেনার আগে কতগুলো বিষয়ে ধারণা থাকা অবশ্যক। 

যেকোনো জিনিস কেনার আগেই ভালো করে যাচাই করে নেওয়া প্রয়োজন। সে যে জিনিসই হোক না কেন। ঠিক তেমনই একটি ল্যাপটপ কেনার আগে সব কিছু ভালো করে জেনে নিয়ে তবেই কিনুন।


বিজ্ঞাপন


আরও পড়ুন: স্যামসাং কৃত্রিম বুদ্ধিমত্তার ল্যাপটপ আনছে

যদি ল্যাপটপ কেনার প্ল্যান করে থাকেন, তাহলে কিছু বিষয়ে আপনার আগে থেকেই ধারণা নিতে হবে। তাহলে আপনি যেমন ঠকবেন না তেমনি আপনার চাহিদাও মিটবে। 

laptop3

কোন উদ্দেশ্যে ব্যবহার করবেন?


বিজ্ঞাপন


কেনার আগে নিজে ঠিক করে নিন ঠিক কোন উদ্দেশ্যে আপনার ল্য়াপটপটিকে ব্যবহার করবেন। তারপরেই কিনুন। যদি মনে হয় গেম খেলার জন্য কিনবেন, তাহলে ভালো করে প্রসেসর আর গ্রাফিক্স কার্ড দেখে নিন। কারণ একবার আপনি আপনার প্রয়োজনগুলোকে জেনে নিতে পারলে, সেই হিসেবে ল্যাপটপের ফিচার এবং স্পেসিফিকেশন তুলনা করে কিনে নিতে পারবেন।

অপারেটিং সিস্টেম ও প্রসেসর দেখে নিন

আপনি যদি একটি নির্দিষ্ট অপারেটিং সিস্টেম ব্যবহারে পারদর্শী হন, তবে তেমনই ল্যাপটপ কেনার চেষ্টা করুন। যাতে ব্যবহার করতে কোনো রকম সমস্যা না হয়। তবে নতুন কিনছেন যখন সমস্ত কিছু বিচার করে তারপরেই কিনুন। প্রসেসর ল্যাপটপের গতি এবং কর্মক্ষমতাকে বজায় রাখে। আপনি যদি ভারী প্রোগ্রাম চালানোর প্ল্যান করেন, তাহলে একটি শক্তিশালী প্রসেসরের প্রয়োজন হবে। তাই কেনার আগে সেটাও নজরে রাখুন।

laptop-pic

র‌্যাম এবং স্টোরেজ

র‌্যাম ল্যাপটপের জন্য মেমোরির মতো কাজ করে। আপনি যদি একসঙ্গে একাধিক প্রোগ্রামে কাজ করার কথা ভেবে থাকেন, তাহলে আপনার অধিক র‌্যাম লাগবে। স্টোরেজ বেশি থাকলে ল্যাপটপে আপনার ডেটা সেভ করতে পারবেন। আপনার যদি অনেক ডেটা থাকে, তবে স্টোরেজ বেশি কেনার কথা ভাবুন।

ডিসপ্লে এবং ব্যাটারি লাইফ দেখে কিনুন

আপনি যদি উচ্চ রেজুলেশনের ডিসপ্লে চান, তাহলে ল্যাপটপে ভালো ডিসপ্লে আছে কি না খেয়াল রাখুন। এছাড়া ল্যাপটপের ব্যাটারি কতক্ষণ চলবে, তাও দেখা জরুরি। আপনি যদি প্রায়ই সুইচ পোর্ট কানেক্ট না করে ল্যাপটপ ব্যবহার করেন, তাহলে আপনি বেশি ব্যাটারি লাইফ সহ একটি ল্যাপটপ কিনে নিন।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর