রোববার, ৬ অক্টোবর, ২০২৪, ঢাকা

টিপস

ফোনে আড়িপাতা হয়েছে কিনা বোঝার উপায়

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ০৪ ডিসেম্বর ২০২৩, ১১:০৯ এএম

শেয়ার করুন:

phone

আপনার ফোনে আড়িপেতে হ্যাকাররা গোপন তথ্য জেনে নিতে পারে। এছাড়াও আড়িপাতার মাধ্যমে ব্যাকিং সংক্রান্ত তথ্য জেনে নিয়ে অ্যাকাউন্ট খালি করতে পারে। 

আরও পড়ুন: হোয়াটসঅ্যাপের কথোপকথন আরো সুরক্ষিত রাখতে নতুন ফিচার


বিজ্ঞাপন


স্ক্যামাররা সহজেই স্মার্টফোন হ্যাক করে। একবার ফোন হ্যাক হলে আপনার সমস্ত কথাবার্তা স্ক্যামারদের কাছে চলে যায়। কীভাবে বুঝবেন যে আপনার ফোন থেকে কল ফরওয়ার্ড হচ্ছে কিনা। এর জন্য করতে হবে একটি সহজ কাজ।

aripata

ফোনের কলবুকে গিয়ে ডায়াল করুন *#61# । কল ফরওয়ার্ড সম্পর্কিত যাবতীয় তথ্য দেখতে পাবেন সেখানে ভেসে ওঠা একটি পপ আপে। দেখতে পারবেন আপনার কোন কোন বিষয় ফরওয়ার্ড হয়ে যাচ্ছে। কলের মতো মেসেজ আর ডেটাও ফরওয়ার্ড হয়ে যায়। 

এই ধরনের সমস্যা বিপদে ফেলতে পারে। তাই এখনই এইসব সমস্যা থেকে বাঁচুন। যদি দেখেন আপনার ফোন থেকে কল মেসেজ ফরওয়ার্ড হচ্ছে তাহলে কীভাবে তা বন্ধ করবেন। ফোন বুক থেকে ডায়াল করুন #002# । তাহলেই আপনার কল ও মেসেজ ফরওয়ার্ডিং বন্ধ হয়ে যাবে। স্ক্যামারদের ফাঁদ থেকে সহজেই বাঁচতে পারবেন আপনি।


বিজ্ঞাপন


এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর