শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

গুগল ড্রাইভে রাখা ডাটা খুঁজে পাচ্ছেন না ব্যবহারকারীরা

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ০১ ডিসেম্বর ২০২৩, ০২:২০ পিএম

শেয়ার করুন:

গুগল ড্রাইভে রাখা ডাটা খুঁজে পাচ্ছেন না ব্যবহারকারীরা

গুগল ড্রাইভ ভার্চুয়াল স্টোরেজ। যেখানে আপনার দরকারি নানা ফাইল রাখতে পারেন। গুগল ১৫ জিবি স্টোরেজ ফ্রিতে ব্যবহারের সুযোগ দেয়। অনেক সময় গুগল ড্রাইভে ফাইল সংরক্ষণ  করে যেগুলো প্রয়োজনের সময় খুঁজে পেতে বেগ পেতে হয়। এদিকে গুগল ব্যবহারকারীরা অভিযোগ করছেন, ড্রাইভে রাখা তাদের ফাইলগুলো হারিয়ে গেছে। বহুবার তারা সেই ফাইলগুলো খোঁজার চেষ্টা করেছেন। কিন্তু ব্যর্থ হয়েছেন।

আরও পড়ুন: গুগল থেকে আয়ের সহজ ৫ উপায়


বিজ্ঞাপন


শুধু তাই নয়, তাদের এও অভিযোগ, গুগল তাদের ডেটা রিকভার করার চেষ্টার পরেও সমস্যার সমাধান হয়নি। তবে সমস্যার মূল কারণ এখনও অজানা। 

google-pic

এদিকে গুগল বলছে, এই সমস্যা কেবলই ডেস্কটপের জন্য গুগল ড্রাইভকে প্রভাবিত করেছে।

কী করলে ব্যবহারকারীরা সুরক্ষিত থাকতে পারেন, সে বিষয়ে কিছু সুরক্ষা পদ্ধতির কথা জানিয়েছে সার্চ ইঞ্জিন জায়ান্টটি। গুগল তার ব্যবহারকারীদের পরামর্শ দিয়ে বলছে, অ্যাপের ডেস্কটপ ভার্সনের ‘ডিসকানেক্ট অ্যাকাউন্ট’ বাটনে কখনও ক্লিক না করতে। 


বিজ্ঞাপন


পাশাপাশি উইন্ডোজ়ে %USERPROFILE%\AppData\Local\Google\DriveFS ডেটা ফোল্ডার থেকে কোনো অ্যাপ ডিলিট বা মুভ করা থেকেও বিরত থাকতে হবে ব্যবহারকারীদের। 

macOS-এর ক্ষেত্রেও ~/Library/Application Support/Google/DriveFS ফোল্ডার থেকেও ব্যবহারকারীদের কোনও অ্যাপ ডিলিট বা মুভ করা উচিত হবে না।

google

এখন যাদের ডিভাইসে প্রচুর পরিমাণে স্টোরেজ রয়েছে, গুগল তাদের বলছে অ্যাপ ডেটা ফোল্ডারের একটা কপি করে রাখতে। যদিও এখনও পর্যন্ত এই ব্যাপারে পরিষ্কার হওয়া যায়নি যে, ব্যবহারকারীদের অদৃশ্য ফাইলগুলো কবে পুনরুদ্ধার করবে গুগল এবং এই সমস্যার সমাধানই বা কবে হবে।

সম্প্রতি টেক জায়ান্টটি গুগল ড্রাইভের ইন্টারফেসটি আপডেট করেছে। ওয়েবের সেই ইন্টারফেসে সম্পূর্ণ নতুন ভাবে ডিজাইন করা একটি হোমপেজ দেখা গিয়েছে, যার নাম ‘Home’। আপডেটেড নতুন হোমপেজটি গুগলের নতুন মেটিরিয়াল ডিজাইন ৩ গাইডলাইন মেনে চলবে। এর দ্বারা ব্যবহারকারীদের হারানো যে কোনও ফাইল খুঁজে বের করার কাজটি খুব সহজ হবে।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর