কম্পিউটারের অপারেটিং সিস্টেম নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফট নতুন ইউজার ইন্টারফেস নিয়ে আসার চেষ্টা করছে। যা মূলত উইন্ডোজ ১১-এর জন্য ডিজাইন করা হয়েছে। হ্যান্ডহেল্ড ডিভাইসের ক্ষেত্রেই কাজ করবে সেই নতুন ইউজার ইন্টারফেসটি।
আরও পড়ুন: ডিপফেক ভিডিও থেকে সুরক্ষিত থাকার উপায়
বিজ্ঞাপন
হ্যান্ডহেল্ড গেমিং কনসোলের জনপ্রিয়তা যেন নতুন করে বাড়ছে। আর তাইতো হ্যান্ডসেট গেমিং কনসোল নির্মাতা প্রতিষ্ঠানগুলো নতুন করে কাজ শুরু করেছে।

ভাল্ব তাদের নতুন স্টেম ডেক নিয়ে আসার পর থেকেই প্রতিযোগিতা বেড়েছে। আসুসও ঘোষণা করেছে যে, রোগ আলি নামের একটি উইন্ডোজ ভিত্তিক হ্যান্ডহেল্ড গেমিং কনসোল নিয়ে আসছে তারা। যা স্টেম ডেকের সঙ্গে সরাসরি টক্কর দেবে। এখন এই প্রতিযোগিতায় সকলকে পেছনে ফেলে এগিযে থাকতে চায় মাইক্রোসফট। আর তাইতো উইন্ডোজ ১১-এর জন্য নতুন গেমিং মোড নিয়ে আসতে চলেছে প্রতিষ্ঠানটি।
একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, মাইক্রোসফট হ্যাকাথনে উইন্ডোজ হ্যান্ডহেল্ড নামের একটি নতুন প্রজেক্ট নিয়ে আলোচনাও করেছে সংস্থাটি। এটি আসলে সংস্থার একটি ইন্টারনাল ইভেন্ট, যেখানে নতুন-নতুন আইডিয়ার বাস্তব রূপ দেওয়া নিয়ে আলোচনা করা হয়।
বিজ্ঞাপন

উইন্ডোজ হ্যান্ডহেল্ড মোড একটি নতুন ইউজার ইন্টারফেস অপ্টিমাইজেশন হতে চলেছে, যা বিশেষ করে পোর্টেবল হ্যান্ডহেল্ড ডিভাইস যেমন স্টেক ডেক রোগ আলির জন্য কাজ করবে।
উইন্ডোজ হ্যান্ডহেল্ড মোডে কী কী নতুন ফিচার থাকতে পারে?
১. গেমসে ডেকের হার্ডওয়্যার যাতে আরও ভাল পারফর্ম করতে পারে তার যথাযথ সাপোর্টের বিষয়টি নিশ্চিত করা।
২. হ্যান্ডহেল্ডের টাচস্ক্রিনের জন্য লঞ্চারটি অপ্টিমাইজ করা হচ্ছে।
৩. এই লঞ্চারটি তার ইউজারদের গেমিং-ফার্স্ট অভিজ্ঞতা প্রদান করবে।
এজেড

