এই প্রথম মহাকাশে টমেটো ও লেটুস পাতা ফলালেন চীনের নভোচারীরা। মহাকাশে সবজির চাষ করার চেষ্টায় বহু দিন অতিবাহিত করেছেন সেখানকার নভোচারীরা।
ইন্টারন্যানাল স্পেস স্টেশন থেকে বেরিয়ে এসে নিজেদের স্পেস স্টেশন তৈরি করেছিলেন। আর তারপর থেকেই একের পর এক নজরকাড়া আবিষ্কার করে চলেছেন চীনা মহাকাশচারীরা। এবার চিনা মহাকাশচারীদের একটি দল মহাকাশে টমেটো এবং লেটুস ফলিয়েছেন।
বিজ্ঞাপন

তারা তিয়াংগং স্পেস স্টেশনে টমেটো এবং লেটুস গাছ নিয়ে অনেকদিন ধরেই গবেষণা করছিলেন। অবশেষে তা ফলাতে পেরেছেন। শুধু তাই নয়, শেনঝো ১৬ মিশনে থাকা মহাকাশচারী ও যাত্রীরা সেগুলো কেটে খেয়েও ফেলে। শেনঝো ১৬ মিশন ভবিষ্যতে বিরাট একটি মিশনে পরিণত হতে চলেছে, সে কথা বলাই যায়।
চায়না অ্যাস্ট্রোনট রিসার্চ অ্যান্ড ট্রেনিং সেন্টারের গবেষক ইয়াং রেঞ্জ বিভিন্ন রকম সবজি চাষ করার দিকে নজর দিয়েছিলেন। তার মতে, যতটা সম্ভব বেশি ফসল চাষ করতে হবে মহাকাশে। আর সেই সব ফল সবজি খেয়েই বেশিদিন মিশনে টিকে থাকতে পারবেন নভোচারীরা।
স্পেস ডটকমের এক প্রতিবেদনে বলা হয়েছে, চীনের শেনঝো ১৬ মিশনের মহাকাশচারীরা তাদের কয়েক মাসের দীর্ঘ যাত্রা সফলভাবে শেষ করে পৃথিবীতে ফিরে এসেছেন।
বিজ্ঞাপন
এই যাত্রার সবচেয়ে বড় সাফল্য হল, চায়না ন্যাশনাল স্পেস অ্যাডমিনিস্ট্রেশন (সিএনএসএ) তিয়াংগং স্পেস স্টেশনে লেটুস এবং টমেটো চাষ করা।

মহাকাশচারীদের জন্য এটি রিবাট সাফল্য
মিশন কমান্ডার জিং হাইপেং চলতি বছরের জুন মাসে নভোচারী ঝু ইয়াংঝো এবং গুই হাইচাও-এর সঙ্গে সবজি চাষ করেন। তারা চার ব্যাগ লেটুস চাষ করতে পেরেছিলেন।
এই সাফল্যের পর, নভোচারীরা তাদের দ্বিতীয় অপারেশন শুরু করে চলতি বছরের আগস্ট মাসে। সেই তালিকায় ছিল চেরি টমেটো এবং সবুজ পেঁয়াজ।

শেনঝো ১৬ মিশনটি ২০২১ সালে তার মহাকাশ স্টেশনে চীনের পঞ্চম মানব মিশন। এই মিশনের নভোচারীরা চলতি বছরের ৩১ অক্টোবর পৃথিবীতে ফিরে আসেন। তবে বর্তমানে চীনের লক্ষ্য ২০৩০ সালের আগে চাঁদে নভোচারী পাঠানো।
এজেড

