শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

আইফোনের যন্ত্রাংশ তৈরি হয় কোন কোন দেশে?

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২৩, ০২:০২ এএম

শেয়ার করুন:

iphone

মার্কিন প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপলের ফ্ল্যাগশিপ পণ্য আইফোন। এই ফোন অ্যাপল নিজে তৈরি করে না। বিভিন্ন দেশের প্রতিষ্ঠানটির সাপ্লায়ার রয়েছে। যারা অ্যাপলের হয়ে আইফোন তৈরি করে। 

আইফোন তৈরির জন্য ব্যাটারি, ডিসপ্লে, মডেম, চিপ ইত্যাদি সব বিভিন্ন দেশ থেকে নেওয়া হয়। তারপরেই তৈরি হয় আইফোন। আইফোন ১৫ সিরিজও একইভাবে তৈরি করা হয়েছে। যন্ত্রাংশ তৈরি হওয়ার পরে, সেগুলোকে এক জায়গায় একত্রিত করা হয়। তারপর যেখান থেকে একটি আইফোন বিক্রির জন্য প্রস্তুত হয়। এবার অ্যাপলের আইফোন ১৫ চীনের পাশাপাশি ভারতেও তৈরি করা হয়েছে। 


বিজ্ঞাপন


components

আইফোনে ব্যাটারি, ডিসপ্লে এবং চিপ কোথায় তৈরি করা হয়?

এবার কোম্পানি আইফোন ১৫ মডেলে একটি ১৬ বায়োনিক চিপ দিয়েছে, যা আমেরিকার অ্যাপল ডিজাইন করেছে এবং তাইওয়ানের তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি তৈরি করেছে। 

আইফোন ১৫ মডেলে ব্যবহৃত ওলিড ডিসপ্লেগুলো দক্ষিণ কোরিয়ার তৈরি। ক্যামেরা মডিউল সম্পর্কে বললে, এগুলো জাপানের সনি এবং দক্ষিণ কোরিয়ার এলজি ইনোটেক তৈরি করেছে। ব্যাটারিগুলি  চীনা কোম্পানি সানয়োদা ইলেকট্রোনিক এবং হংকংয়ের এটিএল তৈরি করেছে। 


বিজ্ঞাপন


components4

নতুন আইফোনের মেমোরি চিপ বিভিন্ন দেশ থেকে এসেছে। এটি তৈরি করেছে স্যামসাং, দক্ষিণ কোরিয়ার এসকে হাইনিক্স, আমেরিকার মাইক্রোন টেকনোলজি এবং জাপানের তোশিবা। 

মডেম মার্কিন যুক্তরাষ্ট্রে কোয়ালকম ডিজাইন করেছে। এখানেই শেষ নয়, আইফোন ১৫ মডেলে ব্যবহৃত ওয়্যারলেস কয়েল চীনের 
লাক্সশেয়ার পিসিসন ইন্ডাস্ট্রির তৈরি।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর