অ্যাপলের যতগুলো প্রযুক্তিপণ্য আছে তার মধ্যে আইফোন অন্যতম। খেয়াল করলে দেখবেন iPhone এর লোগোতে 'i' বর্ণ ছোট হাতের বা স্মল লেটারের হয়। এখানেও কি বিশেষ কোনো ফন্দি লুকিয়ে রেখেছে অ্যাপেল?
অ্যাপলের ব্র্যান্ডিংয়ের আধ খাওয়া অ্যাপলের লোগো নিয়ে তো অনেক কথাই হয়েছে। আজ জানুন ইংরেজিতে iphone নামের প্রথম অক্ষরটি ছোট হাতের কেন রাখা হয়।
বিজ্ঞাপন

iPhone-এর 'i' ছোট হাতের হওয়ার কারণ
আসলে এই ছোট হাতের 'আই'-এর সঙ্গে আইফোনের কোনো সম্পর্ক নেই। এই ট্রেন্ড প্রথম শুরু হয় iMac নামক একটি কম্পিউটার দিয়ে। শুরুর দিকটায় অ্যাপেলের মূল ব্যবসা ছিল কম্পিউটার। ১৯৯৮ সালে তারা প্রথম iMac আনে বাজারে। আর আইফোন প্রথম লঞ্চ হয় ২০০৭ সালে।
সুতরাং, আই ছোট রাখার এই সিদ্ধান্ত আইফোন আসার অনেক আগেই নিয়ে ফেলেছিল অ্যাপেল। iMac এবং iPhone এর মাঝে একাধিক 'আই' ডিভাইস লঞ্চ করে কোম্পানিটি।
বিজ্ঞাপন

এক রিপোর্ট অনুযায়ী, এই অদ্ভুত নামের আইডিয়া ছিল, কেন সিগাল নামক এক ব্যক্তির। যিনি লস অ্যাঞ্জেলস অ্যাড এজেন্সিতে কাজ করতেন। অ্যাপেলের প্রতিষ্ঠাতা স্টিভ জবস কম্পিউটারের নাম রাখতে চেয়েছিলেন 'MacMan'। কিন্তু শেষ অবধি iMac নামেই বাজারে আসে এই ডিভাইস।
এই নাম রাখার পেছনে যে কারণ রেখেছিলেন সিগাল
প্রথমত, ছোট হাতের i শব্দটি ইন্টারনেটকে প্রতিফলিত করবে। তার চেয়েও, এই ডিভাইস মানুষের কাছে একটি ব্যক্তিগত (Individual) এবং উদ্ভাবনী (Innovation) ডিভাইস হিসাবে উপস্থিত হবে।

এই ছোট হাতের আই পরে গিয়ে অ্যাপেলের একাধিক প্রোডাক্ট যেমন - iPad, iPod, iPhone iBook (যা পরে গিয়ে ম্যাকবুক নাম হয়) এমনকি অপারেটিং সফটওয়্যারের নাম 'iOS' ছোট হাতের আই দিয়েই শুরু করে তারা।
এছাড়াও iTunes মিউজিক স্ট্রিমিং পরিষেবার ক্ষেত্রেও একই প্যাটার্ন অনুসরণ করে তারা। ১৯৯৮ সাল থেকে এখন পর্যন্ত এমন অসংখ্য ডিভাইস বাজারে এনেছে অ্যাপেল যাদের নামের প্রথম অক্ষর অর্থাৎ 'i' ছোট হাতের। যেহেতু এই নাম ইউজারদের মধ্যে বেশ চর্চিত তাই এতে বিশেষ কোনও পরিবর্তন করেনি অ্যাপেল।
এজেড

