রোববার, ৮ সেপ্টেম্বর, ২০২৪, ঢাকা

বন্ধুদের সঙ্গে নিজের লোকেশন শেয়ার করার উপায়

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২৩, ১১:০১ এএম

শেয়ার করুন:

google

গুগল ম্যাপের সহায়তায় বিশ্বের যেকোনো জায়গায় যাওয়া যায়। এই ম্যাপের একটি দুর্দান্ত ফিচারস হলো লোকেশন। খুব সহজে লোকেশন শেয়ার করার মধ্যে দিয়ে আপনি আপনার বন্ধু, আত্মীয় বা যেকোনো জায়গায় পৌঁছে যেতে পারবেন। কীভাবে এই লোকেশন শেয়ার করা যায়?

মোবাইল থেকে কীভাবে লোকেশন শেয়ার করবেন?


বিজ্ঞাপন


সর্বপ্রথম মোবাইলে থাকা গুগল ম্যাপ খুলুন। না থাকলে ডাউনলোড করে নিয়ে খুলুন।

গুগল ম‍্যাপ খুলে গেল ডানদিকে আপনার প্রোফাইল দেখতে পাবেন, সেই প্রোফাইল চিহ্নে ক্লিক করুন।

এবার লোকেশন শেয়ারিং বলে একটি অপশন চোখে পড়বে। হ্যাঁ, এই অপশনটিতেই ক্লিক করতে হবে। তারপর যাকে আপনি আপনার লোকেশন শেয়ার করতে চান তাকে যুক্ত করতে হবে।

map


বিজ্ঞাপন


লোকেশন শেয়ারিং টাইম সেট করে ওই ব্যক্তিকে শেয়ার করে দিলেই ব্যাস আপনার লোকেশন পেয়ে যাবে ওই ব্যক্তি।

ডেস্কটপ থেকে কীভাবে লোকেশন শেয়ার করা যায়?

ডেস্কটপের ক্ষেত্রে লোকেশন শেয়ারিংয়ে ব্যক্তি যুক্ত করার জন্য ওই ব্যক্তিকে আগে গুগল কনট্যাক্টসে যোগ করে নিতে হবে।

এরপর ডেস্কটপ থেকে গুগল ম্যাপ খুলুন। সেখান থেকে ডানদিকে যে প্রোফাইল ফটো দেখতে পাবেন, সেটাই ক্লিক করুন। এখান থেকে ‘Share Your Location’ অপশনে ক্লিক করুন। এবার গুগলে থাকা একাধিক কনট্যাক্টস দেখতে পাবেন। এখান থেকে যাকে আপনি শেয়ার করতে চান তাকে নির্বাচন করে শেয়ার করে দিন।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর