এখন থেকে বিকাশে ফিক্সড ডিপোজিট করা যাবে। সম্প্রতি বিকাশ ও আইডিএলসি ফিন্যান্স যৌথভাবে এই ফিচার চালু করেছে। ডিজিটাল সেভিংস সেবা নামে এটি অ্যাপে উপলব্ধ হয়েছে। নতুন এই সেবার আওতায় বিকাশ অ্যাপ ব্যবহারকারী বিভিন্ন মেয়াদে টাকা জমা রাখতে পারবেন। অনেক ব্যাংকে ফিক্সড ডিপোজিট সেবার মতোই।
এ সেবার মাধ্যমে গ্রাহক মাসিক ৫০০, ১০০০, ২০০০ এবং ৩০০০ টাকা কিস্তিতে দুই বছর, তিন বছর এবং চার বছরের জন্য ফিক্সড ডিপোজিট করতে পারবেন।
বিজ্ঞাপন
অনেকেই বিভিন্ন ব্যাংক এবং ডাকঘরে ডিপিএস খোলেন। প্রতি মাসে টাকা জমা রাখেন। মেয়াদ শেষে মুনাফাসহ জমানো টাকা উত্তোলন করেন। বিকাশের ডিজিটাল সেভিংস সেবাও ডিপিএসের অনুরূপ। বিকাশে ডিপিএস খুললে সুবিধাটা হচ্ছে প্রতি মাসে টাকা জমা দেয়ার জন্য ব্যাংকে যেতে হবে না। বিকাশ স্বয়ংক্রিয়ভাবে অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নিয়ে আপনার অ্যাকাউন্টে জমা করে দেবে।
কয়েকটি সহজ ধাপ অনুসরন করেই বিকাশের সেভিংস অ্যাকাউন্ট খোলা যাচ্ছে।

কীভাবে বিকাশ অ্যাপ দিয়ে টাকা জমানো শুরু করবেন?
বিজ্ঞাপন
প্রথমে বিকাশ অ্যাপে প্রবেশ করুন এবং ‘সেভিংস’ বাটনে ট্যাপ করে এগিয়ে যান। এবার ‘নতুন সেভিংস স্কিম খুলুন’-এ ক্লিক করুন। আপনি কত দিনের অ্যাকাউন্ট করবেন তার সময়কাল সিলেক্ট করুন।
প্রতি মাসে কত টাকা টাকা জমা করতে চান তা সিলেক্ট করুন। আর্থিক প্রতিষ্ঠানের স্কিম নির্বাচন করে মোট জমার তথ্য দেখে এগিয়ে যান।
এবার আপনার নমিনি সংক্রান্ত প্রয়োজনীয় সকল তথ্য দিয়ে সেভিংসের উদ্দ্যেশ্য নির্বাচন করুন।
সেভিংস সামারি দেখে নিশ্চিত হয়ে নিন। এখানে নিয়ম ও শর্তাবলী ভালোভাবে পড়ে নিন।সবকিছু বুঝে আপনার সম্মতি দিন। আপনার বিকাশ একাউন্টের পিন নাম্বার দিন।
সব শেষে স্ক্রিনের নিচ ট্যাপ করে ধরে রাখুন।
সেভিংসের রিকোয়েস্টটি সম্পন্ন হলে বিকাশ ও আইডিএলসি থেকে কনফার্মেশন মেসেজ পেয়ে যাবেন।
সঞ্চয়ের মেয়াদ উত্তীর্ণ হলে সেই টাকা বিকাশে সরাসরি নিতে পারবেন।
এজেড

