শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

এআই

সিইও হিসেবে প্রতিষ্ঠান পরিচালনার দায়িত্ব পেল রোবট

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২৩, ০৮:১৮ এএম

শেয়ার করুন:

robot

কল-কারখানা, অফিস-আদালত কিংবা রেস্তোরাঁয় রোবট ব্যবহৃত হচ্ছে অনেক দিন ধরেই। কিন্তু প্রতিষ্ঠানের প্রধান হিসেবে কখনোই রোবটকে দেখা যায়নি। কিন্তু এটাই সত্যি হতে চলেছে। পোলান্ডের বিখ্যাত এক বহুজাতীয় পানীয় সংস্থা ঠিক করেছে এখন থেকে চাকরি দেওয়া বা নেওয়ার বিষয়টা থাকবে এআই-র হাতে। সোজা কথায় সংস্থার সম্পূর্ণ লাগাম তুলে দেওয়া হয়েছে আর্টিফিসিয়াল ইন্টালিজেন্সের হাতে। 

এই প্রতিষ্ঠানের সিইও পোস্টে বসেছে মিকা নামের একটি এআই রোবট।


বিজ্ঞাপন


ওই বহুজাতীক পানীয় সংস্থার ম্যানেজমেন্টের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এখন থেকে লাভ-ক্ষতি, মার্কেটিং কৌশল, বিজনেস স্ট্র্যাটেজিসহ যাবতীয় বিষয় দেখবে এই এআই। 

robot

মিকাই সিদ্ধান্ত নেবে কীভাবে কোন পথে এগোলে আরও বেশি বিপণন করতে পারবে সংস্থাটি, কোথায় লগ্নি করলে মিলবে সুবিধা। 

শুধু তাই নয়, অফিসের ভেতরেও নাক গলাবে এই মিকা। অর্থাৎ কোনও ডিপার্টমেন্টের কাজ ভালো হচ্ছে, কাদের কাজ খারাপ হচ্ছে সবদিকে নজর থাকবে এই রোবটের। পদন্নোতি থেকে বরখাস্ত সবই থাকবে মিকার হাতে। 


বিজ্ঞাপন


robot2

কোন কর্মীকে কোথায় প্রয়োজন, কার কাজের পরিধি কী হবে সবই বলবে মিকা। এখানেই শেষ নয়। প্রত্যেক কর্মীর পারফরমেন্স যাচাই করবে এআই রোবট।

প্রত্যেক কর্মীর প্রমোশন-ইনক্রিমেন্ট সবই থাকবে এই কৃত্রিম বুদ্ধিমত্তা থাকা রোবটের হাতে। সংস্থার এই সিদ্ধান্ত নিয়েই এখন জোর শোরগোল পুরো বিশ্বে। 

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর